উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই রাজ্যে এসএসসি পরীক্ষা (SSC)। নানা দুর্নীতি, বিতর্কের পর রবিবার, ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে কমিশন। তার পরের সপ্তাহে, ১৪ সেপ্টেম্বরও রয়েছে পরীক্ষা। আর এই পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে শনিবার সমস্ত জেলাশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক (Assembly) সারলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (WB Secretary Manoj Pant)। বৈঠকে বাড়তি সতর্কতা অবলম্বন করে পরীক্ষা পরিচালনার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
সূত্রের খবর, এদিন বিকেল ৪টে নাগাদ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে তিনি এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন জেলা প্রশাসনকে। এর জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। বৈঠকে কমিশনের চেয়ারম্যান ও শিক্ষা দপ্তরের আধিকারিকরাও ছিলেন।
পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে যাতে কোনও অসুবিধা না হয়, সেজন্য বাড়তি বাস চালানোর কথা বলা হয়েছে পরিবহন দপ্তরকে। যেহেতু বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত পরীক্ষা এবং পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে, সে কারণে শহরের রাস্তায় সকাল সাড়ে ১০ টা থেকে বেলা সাড়ে তিনটে পর্যপ্ত বিশেষ পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে নির্দেশ ঠিকমতো কার্যকর হচ্ছে কিনা, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। কোনও জেলায় কোনও সমস্যা হচ্ছে কি না, সে সম্পর্কেও খোঁজখবর নেন মুখ্যসচিব।
গোটা রাজ্যের মোট ৬৩৬টি পরীক্ষাকেন্দ্রে হবে স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। কোনও ধরনের সমস্যা এড়াতে আগের থেকেই সজাগ রয়েছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হচ্ছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে কন্ট্রোল রুমও খুলবে এসএসসি। কমিশনের সদর দপ্তরের পাশাপাশি সব ক’টি আঞ্চলিক দপ্তরেও কন্ট্রোল রুম খোলা হবে। এসএসসির কন্ট্রোল রুম খুলে যাবে সকাল ৮টা থেকে। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে কন্ট্রোল রুমটি খুলবে সকাল ১০টায়।
২০১৬ সালের এসএসসি পরীক্ষায় দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে গোটা প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারিয়েছিলেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশেই ফের নতুন করে সেই পরীক্ষা হতে চলেছে। রবিবার নবম-দশমে নিয়োগের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩,১৯,৯১৯। আর পরের রবিবার, অর্থাৎ ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশে নিয়োগের পরীক্ষা। তাতে পরীক্ষার্থীর সংখ্যা ২,৪৬,৫০০। মোট পরীক্ষাকেন্দ্র ৪৭৮। এসএসসি জানিয়েছে, ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের প্রায় সকলেই আবার আবেদন করেছেন। ফলে গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা অন্তত আড়াই লক্ষ বেশি।