কিশনগঞ্জ: বুধবার দুপুরে ইন্দো-নেপাল সীমান্ত দ্বারভাঙ্গিয়া টোলায় অভিযান চালিয়ে দুই দুষ্কৃতীকে আটক করে এসএসবি। ধৃতদের বিরুদ্ধে নানান অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। কোনওভাবেই এদের ধরা যাচ্ছিল না। গোপন সূত্রে এসএসবির কাছে খবর আসে দ্বারভাঙ্গিয়া টোলায় আশ্রয় নিয়েছে দুই দুষ্কৃতী। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে এসএসবি-৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।
ধৃতদের আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৬০ গ্রাম ব্রাউন সুগার, নগদ ৪২ হাজার ১৯০ ভারতীয় টাকা, ৫২ হাজার ৭৪০ নেপালি টাকা, ৪৯ গ্রাম সোনা, ৪০০ গ্রাম রুপো, মোবাইল ৭টি, একটি ইলেকট্রনিক ওয়েট মেসিন। ধৃতদের নাম মহম্মদ ইকবাল ও মহম্মদ সোনু। এরা সম্পর্কে দুই ভাই। পরে ধৃতদের গলগলিয়া থানার হেপাজতে তুলে দেয় এসএসবি।
গলগলিয়া থানার আইসি রাকেশ কুমার জানান, ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বহু অভিযোগ রয়েছে। দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার কিশনগঞ্জ আদালতে হাজির করা হবে। কোথা থেকে তারা মাদক ও সোনা রুপোর গয়না পেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই এলাকা থেকে আগে বহুবার মাদক উদ্ধার করেছে পুলিশ এসএসবি।