Sourav Ganguly | ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সৌরভের মন্তব্য, বিতর্কের আঁচ দেখছেন অনুরাগীরা!

Sourav Ganguly | ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সৌরভের মন্তব্য, বিতর্কের আঁচ দেখছেন অনুরাগীরা!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রত্যাবর্তনে আবারও উত্তাল বাংলার ক্রিকেটমহল! তবে এবার শুধু ক্রিকেটীয় কারণে নয়, তাঁর একটি মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সদ্য সিএবি-র সভাপতি পদে ফিরেছেন সৌরভ। আর খানিকটা সেই আবহেই এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের করমর্দন না করার ঘটনায় শুরু হয়েছে প্রবল বিতর্ক।

রবিবারের ম্যাচে ভারত পাকিস্তানকে পরাজিত করে। কিন্তু জয়ের আনন্দের চেয়েও বেশি চর্চিত হয় ম্যাচ শেষের দৃশ্য। সাধারণত খেলার শেষে দুই দলের ক্রিকেটাররা সৌজন্য বিনিময় করেন, কিন্তু এবার ভারতীয় খেলোয়াড়রা সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কোচ গৌতম গম্ভীর। এমনকি টসের সময়ও সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলাননি। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনার প্রতিবাদে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে অভিযোগ জানিয়েছে।

এই বিতর্কের মাঝেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়ে সরাসরি মন্তব্যের পথে হাটেননি। কিন্তু সন্ত্রাসবাদ নিয়ে তাঁর বক্তব্য ছিল স্পষ্ট, “সন্ত্রাসবাদ বন্ধ হওয়া উচিত। খেলা নয়। ভারত-পাকিস্তানের মধ্যে আরও নানা কিছু চলছে, সেগুলোও থামা দরকার।”

সৌরভের এই মন্তব্য ক্রিকেটপ্রেমী এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ বলছেন, এটি ক্রিকেটীয় সীমানার মধ্যে থেকে রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরেছে। আবার কেউ এটিকে খেলোয়াড়দের সিদ্ধান্তের প্রতি সৌরভের সমর্থন হিসেবেই দেখছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *