উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের সৌরভময় বঙ্গ ক্রিকেট। বিরতির পর সিএবির (CAB) সভাপতি পদে ফিরতে চলেছেন বাংলার মহারাজ। রবিবার সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন তিনি। এদিনই ছিল মনোয়ন জমা করার শেষ দিন। সৌরভ গোটা প্যানেল জমা করেছেন এদিন। কিন্তু বিরোধী কেউ মনোনয়ন জমা দেননি। ফলে সৌরভই যে বঙ্গক্রিকেটের শীর্ষপদে বসতে চলেছেন তা নিশ্চিত।
ক্রিকেট প্রশাসক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) শুরুটা হয়েছিল বাংলা ক্রিকেট থেকেই। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত সিএবি’র সভাপতি ছিলেন সৌরভ। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন। যে পদে তিনি ২০২২ পর্যন্ত ছিলেন। গত ৬ বছর সিএবির সভাপতি পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। কিন্তু লোধা কমিটির নিয়ম মেনে ৬ বছর পর কাউকে ‘কুলিং অফ’ পিরিয়ডে যেতে হয়। ৩ বছর কুলিং অফে থাকার পর তিনি ফের ক্রিকেট প্রশাসনে ফিরতে পারেন। সেই মতো স্নেহাশিস সরছেন, সেই জায়গায় আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। মহারাজ বলেন, ‘নির্বাচনের জন্য আমি গত দেড় বছর ধরে বাংলার বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা সবাই এক। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
জানা গেছে, সৌরভের প্যানেলে রয়েছেন সচিব পদে সচিব- বাবলু কোলে, যুগ্ম-সচিব হচ্ছেন মদন ঘোষ, কোষাধ্যক্ষ পদে সঞ্জয় দাস ও সহ-সভাপতি হচ্ছেন অনু দত্ত। এবার ফের বঙ্গক্রিকেটের প্রশাসনিক পদে ফিরতে চলেছেন ‘দাদা’।