Sourav Ganguly | তেতাল্লিশের ধোনি এখনও ছক্কা মারতে পারে : সৌরভ

Sourav Ganguly | তেতাল্লিশের ধোনি এখনও ছক্কা মারতে পারে : সৌরভ

শিক্ষা
Spread the love


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিনি মন্তব্য করলেন। আর তার ঘণ্টাখানেকের মধ্যেই এল সেই খবর। মহেন্দ্র সিং ধোনি ফের চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে। কনুইয়ের চোটে আইপিএলের বাকি পর্ব থেকেই ছিটকে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। আজ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচেই মাহি সিএসকের নেতৃত্বে ফিরছেন।

পাঁচ ম্যাচে চারটি হার। পয়েন্ট মাত্র দুই। আইপিএল লিগ টেবিলে নয় নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের এমন খারাপ অবস্থা কেন? কেন ধারাবাহিকভাবে ম্যাচ হারছে সিএসকে? এমন সব প্রশ্ন নিয়ে গত কয়েকদিন ধরে ক্রিকেটমহলে কম চর্চা হয়নি। এদিন বিকেলে কলকাতার ইএম বাইপাসে আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নয়া এআই অবতারে আবির্ভাব হল মহারাজের। সেই অনুষ্ঠানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সৌরভ নিজেই ধোনির প্রসঙ্গ টেনে আনেন। বলে দেন, ‘ধোনির বয়স এখন ৪৩। এখনও ছক্কা মারতে পারে ও। তবে ওর থেকে এখন ২০০৫ সালের পারফরমেন্স আশা করা অন্যায়। তবে সিএসকে-র হয়ে ধোনি খেললে ওরই দলের নেতৃত্ব দেওয়া উচিত।’

মাহি নিয়ে তাঁর ভাবনার কথা দুনিয়ার দরবারে তুলে ধরার পাশে কেকেআর নিয়েও আজ মুখ খুলেছেন সৌরভ। বলেছেন, ‘ইডেনে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে ম্যাচে এক ওভার বাকি থাকতে জেতা উচিত ছিল কেকেআরের। এমন ম্যাচে হার আগামীর লক্ষ্যে চাপের।’ লখনউ ম্যাচ হারের পর নাইটরা আপাতত চেন্নাইয়ে। আজ ধোনির সিএসকে-র বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। সেই ম্যাচের আগে ইডেন পিচ বিতর্কে কোনও মন্তব্য করতে চাননি সৌরভ। নাইটদের প্রথম একাদশে কি পরিবর্তনের প্রয়োজন রয়েছে? এমন প্রশ্নের জবাবেও পাশ কাটিয়েছেন সৌরভ। চওড়া হাসি নিয়ে মহারাজ বলেছেন, ‘আমি কীভাবে এই প্রশ্নের জবাব দেব। আপনারা আজিঙ্কা রাহানেকে প্রশ্ন করুন।’ ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার ঘটনাকেও স্বাগত জানিয়েছেন মহারাজ। ব্যক্তিগত কাজে আজ রাতে দুবাই যাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাই ইচ্ছা থাকলেও শনিবারের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ফাইনালে মোহনবাগান ম্যাচে হাজির থাকতে পারছেন না তিনি। তবে ফাইনালের দুই প্রতিপক্ষ মোহনবাগান ও বেঙ্গালুরুকে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *