উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গতবছর স্পেনের মাদ্রিদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্য সম্মেলনের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে ইস্পাত কারখানা গড়ার কথা ঘোষণা করেছিলেন। এই ঘোষণার মাসখানেক পর জানা যায়, শালবনিতে নয়, কারখানা হবে চন্দ্রকোনা রোডের প্রয়াগ ফিল্ম সিটির জমিতে। ঠিক এক বছর বাদে নিজের প্রতিশ্রুতির কথা কি বেমালুম ভুলে গেলেন ‘মহারাজ’? সোমবার শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে তাঁর বক্তব্যে এই প্রশ্নই উঠছে রাজ্যের আনাচে-কানাচে।
এদিন পশ্চিম মেদিনীপুরের শালবনির তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখান থেকে তিনি বলেন, ‘এই কারখানার ফলে আগামী পাঁচ বছরের মধ্যে গোটা জেলার চিত্রটাই বদলে যাবে। মেদিনীপুরের মানুষদের চাকরি হবে।…আমি গ্যারান্টি দিচ্ছি, এই পরিকাঠামো থেকে আপনার যা সুযোগ-সুবিধা পাবেন, পাঁচ বছর পর আপনাদের কোনও অভিযোগ থাকবে না। আমি ওঁদের বেঙ্গালুরুর বিজয়নগর প্রজেক্ট দেখেছি। বিজয়নগরের মানুষের জীবনযাপন বদলে গিয়েছে।’
সৌরভ শালবনির মানুষদের জিন্দালদের প্রোজেক্ট নিয়ে গ্যারান্টি তো দিলেন, কিন্তু নিজের ইস্পাত কারখানার কি হল? তা নিয়ে তো একটি শব্দও উচ্চারণ করলেন না? অথচ শালবনির যে এলাকায় দাঁড়িয়ে তিনি এত কথা বললেন, সেখান থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরেই অবস্থিত চন্দ্রকোনা রোডের প্রয়াগ ফিল্ম সিটি। যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা হওয়ার কথা।
এদিন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারা অনেক আশায় বুক বেঁধেছিলেন হয়তো নিজের ইস্পাত কারখানা নিয়ে কিছু বলবেন ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তাঁদের সেই আশায় কার্যত জল ঢেলে কার্যত নীরব থাকলেন সৌরভ। ফলে কিছুটা হলেও হতাশ রাজ্যবাসী।