Sonam Wangchuk | সোনম ওয়াংচুকের মুক্তি চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ স্ত্রী গীতাঞ্জলি, চিঠি দিয়ে আর্জি মোদিকেও   

Sonam Wangchuk | সোনম ওয়াংচুকের মুক্তি চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ স্ত্রী গীতাঞ্জলি, চিঠি দিয়ে আর্জি মোদিকেও   

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লাদাখকে পূর্ণ রাজ্যে মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে উত্তপ্ত হয় লে। সংঘর্ষে মৃত্যু হয় চার জনের। এই অশান্তির জন্য সোনমকেই দায়ী করে কেন্দ্র। লাদাখে হিংসা ছড়ানোর অভিযোগে সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। অবিলম্বে সোনম ওয়াংচুকের মুক্তি চাইছেন তাঁর পরিবার। এই আর্জি জানিয়ে সোনম ওয়াংচুকের স্ত্রী চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

লাদাখে হিংসা ছড়ানোর অভিযোগে সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, সোনম ওয়াংচুকের উস্কানিতেই এই গণ্ডগোল হয়। সেই গণ্ডগোলের জেরে মৃত্যু হয় চারজনের। সোনম ওয়াংচুককে পাঠানো হয়েছে যোধপুরের জেলে। তাঁর মুক্তির দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তাঁর গ্রেপ্তারির ইস্যুতে কেন্দ্রের পাশাপাশি আরএসএসকেও নিশানা করেন লোকসভার বিরোধী দলনেতা। এবার অবিলম্বে সোনম ওয়াংচুকের মুক্তির আর্জি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র কাছে চিঠি পাঠিয়েছেন ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো।

রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে হিমালয়ান ইন্সটিটিউট অব অল্টারনেটিভ লাদাখ সংস্থার প্রধান তথা সোনম ওয়াংচুকের স্ত্রী জানিয়েছেন এই গ্রেপ্তারিতে হতাশ হয়েছেন তিনি। তাঁর দাবি, গ্রেপ্তার না করেই জাতীয় সুরক্ষা আইনে আটক করা হয়েছে সোনম ওয়াংচুককে। তাঁকে তাঁর কোনও জিনিস না নিয়েই যোধপুর নিয়ে যাওয়া হয়েছে। স্বামীর সঙ্গে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি বলেও দাবি করেন গীতাঞ্জলি।

গীতাঞ্জলি আরও জানান, পরিবেশ, হিমবাহ গলে যাওয়া, শিক্ষার সংস্কার নিয়ে কথা বলা কোনও অন্যায় নয়। তাঁর দাবি, এই নিয়ে সরব হওয়ার জন্যই তাঁর স্বামীকে অন্যায় ভাবে ‘টার্গেট’ করা হয়েছে। একই সঙ্গে তাঁর দাবি, ওই অঞ্চলে সেনা এবং অন্যদের স্বার্থে একাধিক কাজ করেছেন সোনম ওয়াংচুক। গীতাঞ্জলি বলেন, ‘যে মানুষ লাদাখের সার্বিক উন্নয়নের জন্য এত কাজ করেছেন তাঁর সঙ্গে এই রকম আচরণ করা শুধু পাপ নয়, তা একটা বড় ভুল।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *