উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লাদাখের পরিবেশ কর্মী সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইন (NSA)-এর অধীনে গ্রেপ্তার করে যোধপুর জেলে স্থানান্তরিত করার ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। স্বামীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে এই পদক্ষেপ নিয়েছেন তিনি।
গীতাঞ্জলি জে আংমো লাদাখ পুলিশের বিরুদ্ধে নির্দিষ্ট ‘এজেন্ডা’ নিয়ে কাজ করার এবং ওয়াংচুকের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচার’ চালানোর অভিযোগ এনেছেন। তাঁর অভিযোগ, লাদাখে ষষ্ঠ তফসিল (Sixth Schedule) প্রয়োগে সরকার অনিচ্ছুক এবং সেই কারণেই তাঁর স্বামীকে ‘বলির পাঁঠা’ বানাতে চাইছে তারা।
বুধবার গীতাঞ্জলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, লাদাখের উপরাজ্যপাল ও লেহ জেলাশাসক-সহ একাধিক শীর্ষ নেতৃত্বকে চিঠি লেখেন। এই চিঠির একটি কপি তিনি ‘এক্স’-এও পোস্ট করেন। চিঠিতে তিনি প্রশ্ন তোলেন, তাঁর স্বামী ২৬ সেপ্টেম্বর আটক হওয়ার পর থেকে কেন তিনি তাঁর সঙ্গে ফোনে বা সশরীরে দেখা করতে বা কথা বলতে পারছেন না? তিনি আরও প্রশ্ন করেন, “আমার স্বামীর আটক থাকার কারণ জানা এবং তাঁকে আইনি সহায়তা দেওয়ার অধিকার কি আমার নেই?” গীতাঞ্জলির অভিযোগ, গত এক মাস ধরে ওয়াংচুকের মনোবল ভেঙে দিতে পুরোদমে চেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, ‘ওয়াংচুক কখনওই কারও জন্য, বিশেষত দেশের জন্য, হুমকি হতে পারেন না।’
প্রসঙ্গত, লাদাখে রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলের দাবিতে চলা বিক্ষোভে সহিংসতার ঘটনায় অন্তত চারজনের মৃত্যু এবং ৪৪ জন গ্রেপ্তার হওয়ার পরই গত ২৬ সেপ্টেম্বর ওয়াংচুককে এনএসএ (NSA)-এর অধীনে গ্রেপ্তার করা হয় এবং লেহ থেকে ১৪০০ কিলোমিটার দূরে যোধপুর জেলে নিয়ে যাওয়া হয়। এই গ্রেপ্তারি নিয়ে সারা দেশে বিতর্ক সৃষ্টি হয়েছে।