Smirit Irani | ছোট পর্দায় ফিরছে ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’, ‘তুলসী’ চরিত্রে সেই স্মৃতি ইরানি!  

Smirit Irani | ছোট পর্দায় ফিরছে ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’, ‘তুলসী’ চরিত্রে সেই স্মৃতি ইরানি!  

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ একসময় ছোট পর্দার ধারাবাহিক প্রেমীদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’। এই ধারাবাহিকে তুলসী চরিত্রে অভিনয় করতেন স্মৃতি ইরানি। এবার সেই ধারাবাহিকে, সেই একই চরিত্রের মধ্যে দিয়েই অভিনয়ে ফিরতে চলেছেন স্মৃতি ইরানি।সূত্রের খবর, একতা কাপুর ইতিমধ্যেই ধারাবাহিকটির শুটিংও শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে, তুলসীর স্বামীর চরিত্রে আগের মতই অভিনেতা অমর উপাধ্যায়কে অভিনয় করতে দেখা যাবে।

২০০০ সালে শুরু হওয়া এই ধারাবাহিকটি খুবই জনপ্রিয় হয়েছিল দর্শকদের মাঝে। দীর্ঘ ৮ বছর চলেছিল ধারাবাহিকটি। কিন্তু ২০০০ পর্ব পূর্ণ করার ১৫০ পর্ব আগেই থেমে গিয়েছিল যাত্রা। সূত্রের খবর, এইবারে শুধু সেই ১৫০ পর্বেরই শুটিং হবে ধারাবাহিকটির দ্বিতীয় সংস্করণে। তবে স্মৃতির নিরাপত্তার বিষয়টিও খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সূত্রের খবর, স্মৃতির জন্য শুটিং ফ্লোরে ‘জেড প্লাস’ সিকিউরিটির ব্যাবস্থা করা হবে। ট্যাপ করা হতে পারে কলাকুশলীদের ফোন।

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও স্মৃতি ইরানি একটি গুরুত্বপূর্ণ নাম। গত বেশ কয়েক বছর মোদির নেতৃত্বাধীন সরকারে কেন্দ্রীয় মন্ত্রীর পদও সামলেছেন। ২০২৪ সালে যদিও অমেঠি লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মার কাছে হেরে যান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *