উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনমে চন্দনোৎসবের অনুষ্ঠান চলাকালীন মন্দিরের দেওয়াল ভেঙে মৃত্যু হল ৮ জনের। আহত বেশ কয়েকজন।মঙ্গলবার গভীর রাতে বিশাখাপত্তনম জেলার একটি মন্দিরে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, চন্দনোৎসব উপলক্ষ্যে সেখানে বহু ভক্ত সমাগম হয়েছিল। গভীর রাত পর্যন্তও ভক্তদের ভিড় ছিল। সেই সময় আচমকা মন্দিরের প্রায় ২০ ফুট উঁচু একটি দেওয়াল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান অনেকে।
স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে সিংহচলম পাহাড়ে (Simhachalam Temple Tragedy) মুষলধারে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া শুরু হয়। প্রাথমিকভাবে অনুমান, সেই কারণে ভেঙে পড়েছে নবনির্মিত দেওয়ালটি। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৮ জনের। নিহতদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন বলে খবর। আহতরা এখনও চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুড়ি অনিতাও ঘটনাস্থলে যান।
এদিন সকালেও উদ্ধারকাজ চলছে। আরও কেউ এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করেছেন তিনি। শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। কীভাবে দেওয়ালটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।