Siliguri strike | বনধ সর্বাত্মক শিলিগুড়িতে! বন্ধ দোকানপাট, ঘুরল না গাড়ির চাকা, দিনভর দাপিয়ে বেরালেন পিকেটার্সরা    

Siliguri strike | বনধ সর্বাত্মক শিলিগুড়িতে! বন্ধ দোকানপাট, ঘুরল না গাড়ির চাকা, দিনভর দাপিয়ে বেরালেন পিকেটার্সরা    

খেলাধুলা/SPORTS
Spread the love


শিলিগুড়িঃ শুনশান রাস্তাঘাট, চলল না বেসরকারি যানবাহন। খুলল না দোকানপাট। হাজিরা কম সরকারি অফিসে। সব মিলিয়ে সোমবারের এই চিত্র শহর শিলিগুড়ির। মাটিগাড়ার ঘটনার প্রতিবাদে ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। এদিন সকাল থেকেই বনধকে সফল করতে রাস্তায় নামে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থিকরা। বনধকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে শহরজুড়ে মোতায়েন ছিল বিরাট পুলিশবাহিনী।

১২ ঘণ্টার শিলিগুড়ি মহকুমা বনধে ব্যাপক সারা পড়েছে শিলিগুড়িতে। এদিন সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে পিকেটিং করতে দেখা যায় বনধ সমর্থকদের। শিলিগুড়ির তিনবাত্তি মোর থেকে শুরু করে নৌকাঘাট, জলপাইমোড়, ঝংকার মোড়, হাসমিচক, সেবকরোড, জংশন এলাকায় একপ্রকার দাপিয়ে বেড়ায় বনধ সমর্থকরা। জংশন এলাকার খাবারের হোটেলগুলিকে বন্ধ করে দেওয়া হয়। রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় সমর্থকরা।

এদিন শহরের হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড সহ প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাপক বনধের প্রভাব পড়েছে। বন্ধ সমস্ত দোকানপাট। চলেনি বেসরকারি যানবাহন। সরকারি বাস চললেও তা সংখ্যায় ছিল অনেকটাই কম। জলপাইমোড়ে সরকারি বাস আটকে বিক্ষোভ দেখায় বনধ সমর্থকরা। বাসের সামনে শুয়ে পড়েন তাঁরা। সেখা থেকে পুলিশ কমপক্ষে ১০ জনকে আটক করে শিলিগুড়ি থানার পুলিশ। সরকারি অফিস খোলা থাকলেও উপস্থিতির হার ছিল যথেষ্টই কম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *