Siliguri | শিবমন্দির এলাকাকে যানজট মুক্ত করতে অভিযান ট্রাফিক পুলিশের

Siliguri | শিবমন্দির এলাকাকে যানজট মুক্ত করতে অভিযান ট্রাফিক পুলিশের

ব্লগ/BLOG
Spread the love


বাগডোগরা: দীর্ঘদিন ধরেই শিবমন্দির এলাকায় যানজট গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিবমন্দির বাজারের রেলগেট, আন্ডার পাস, শ্রী নরসিংহ বিদ্যাপীঠের সামনের রাস্তা, বাজারের রাস্তা, বিডিও অফিসের উল্টোদিকের সার্ভিস রোডে যানজটের কারণে জনসাধারণের ভোগান্তি চরমে উঠেছে। এই সমস্যা মেটাতে এবার পথে নামলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা ট্রাফিক গার্ড। শুক্রবার বেলা ১২টা নাগাদ শিবমন্দির আন্ডারপাস থেকে অভিযান শুরু হয়। এদিন ট্রাফিকের এসিপি সাজিদ ইকবাল, বাগডোগরা ট্রাফিক গার্ডের ওসি স্বপন রায় সহ পুলিশকর্মীরা ক্রেন নিয়ে অবৈধভাবে রাস্তা দখলদারদের বিরুদ্ধে অভিযান চালায়। ২৫টি গাড়িকে অবৈধভাবে পার্কিং করার জন্য জরিমানা করা হয়েছে।
অধিকাংশ ব্যবসায়ীর দোকান থাকলেও তাঁরা দোকানের সামনে রাস্তা দখল করে পণ্য সামগ্রী সাজিয়ে রেখেছেন। ট্রাফিকের তরফে সবাইকে এর বিরুদ্ধে কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হয়েছে। ট্রাফিকের ওসি স্বপন রায় বলেন, ‘শিবমন্দির আন্ডার পাস দিয়ে কোন চার চাকার যানবাহন চলাচল করতে পারবে না।’ এদিন পুলিশের এই অভিযানে খুশি এলাকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা। তপন চন্দ নামে এক ব্যবসায়ী জানান, ‘এমন অভিযান অনেক আগেই দরকার ছিল।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *