শিলিগুড়ি: রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে ব্লেড নিয়ে এক ব্যক্তির ওপর দুষ্কৃতী হামলার ঘটনায় শনিবার দুপুরে উত্তেজনা ছড়াল ফুলবাড়ির মার্ডার মোড় এলাকায়। ঘটনায় ব্লেডের আঘাতে ভুটকির বাসিন্দা কুলদীপ দত্তের কান ও মাথার কিছুটা অংশ কেটে যায়। এরপরেই জখম অবস্থায় কুলদীপকে ফুলবাড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। ঘটনায় মার্ডার মোড় এলাকার বাসিন্দা আলতাব মহম্মদ নামে ওই দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছে এনজেপি থানার পুলিশ।
জানা গিয়েছে, এদিন চার বন্ধু গাড়িতে করে ভুটকি থেকে শিলিগুড়ির দিকে আসছিল। অভিযোগ, মার্ডার মোড়ের ফুলবাড়ির ট্রাফিক আউট পোস্টের কাছে হঠাৎ করে আলতাব ওই গাড়িটির সামনে এসে দাঁড়িয়ে পরে। এরপর গাড়ির বনেটের ওপর জোরে জোরে আঘাত করতে থাকে। এমন পরিস্থিতিতে কুলদীপ গাড়ি থেকে নেমে প্রতিবাদ করে এবং ওই দুষ্কৃতিকে থামানোর চেষ্টা করে। অভিযোগ, সেই সময় আলতাব পকেট থেকে ব্লেড বের করে কুলদীপের ওপর চড়াও হয়। এলোপাথারি ব্লেডের আঘাতে কুলদীপের শরীর একাধিক জায়গা কেটে যায়। এরপরেই কুলদীপের বন্ধুরা ওই দুষ্কৃতিকে ধরে ফুলবাড়ি ট্রাফিক আউট পোস্টের পুলিশের হাতে তুলে দেয়। পরে এনজেপি থানার পুলিশ আলতাবকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ঘটনাপ্রসঙ্গে কুলদীপের বন্ধু সুমিত দত্ত বলেন, ‘এভাবে কেউ হামলা চালাতে পারে, তা কল্পনা করতে পারিনি। কুলদীপের কানে অস্ত্রপচার করতে হবে। পাশাপাশি মাথা স্ক্যান করে দেখা হচ্ছে।’