Siliguri | মহানন্দায় বাঁধ ভেঙে বিপর্যয় শিলিগুড়ি লাগোয়া পোড়াঝাড়ে, ভাসল বহু বাড়ি

Siliguri | মহানন্দায় বাঁধ ভেঙে বিপর্যয় শিলিগুড়ি লাগোয়া পোড়াঝাড়ে, ভাসল বহু বাড়ি

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: মহানন্দা নদীতে (Mahananda River) প্রবল জলস্ফীতিতে বিপর্যস্ত শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় এলাকা (Siliguri)। ভেসে গেল অসংখ্য ঘরবাড়ি। গতকাল রাত থেকেই এলাকায় মহানন্দার বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে এলাকায়। জলের স্রোত এতটাই ছিল যে অনেক ঘর ভেসে যায়। বহু ঘরের থেকে আসবাবপত্র ভেসে গিয়েছে। কার্যত খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন কয়েক হাজার মানুষ। স্থানীয় বাসিন্দারা জলপাইগুড়ি জেলা প্রশাসনকে জানালে প্রশাসনের নির্দেশে মহানন্দা ব্যারেজের লকগেট খুলে দেওয়ার পর জল নামতে শুরু করে। তবে পরিস্থিতি যা তাতে জল নামতে বহু সময় লেগে যাবে। এরই মধ্যে ফের বৃষ্টি শুরু হলে আরও ভয়াবহ অবস্থা তৈরি হবে বলে আশঙ্কা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *