Siliguri | ভারতীয় সামরিক বাহিনীতে ফ্লাইং অফিসার পদে শিলিগুড়ির আদিত্য, শহরের মুকুটে নতুন পালক

Siliguri | ভারতীয় সামরিক বাহিনীতে ফ্লাইং অফিসার পদে শিলিগুড়ির আদিত্য, শহরের মুকুটে নতুন পালক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শিলিগুড়ি: ভারতীয় সামরিক বাহিনী(Indian Armed Forces)-তে ফ্লাইং অফিসার পদে নিযুক্ত হলেন শিলিগুড়ির গান্ধীনগর এলাকার বাসিন্দা আদিত্য সিং। শিলিগুড়ি ডন বসকো স্কুলের প্রাক্তন ছাত্র আদিত্যর ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল। তাঁর পরিবারের অনেকেই ভারতীয় সেনায় নিযুক্ত রয়েছেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে আদিত্য বলেন, ‘ছোটবেলায় সুকনাতে যাওয়ার সময় আর্মি ক্যাম্পে সেনাদের দেখে অফিসার হওয়ার স্বপ্ন দেখতাম । সেই স্বপ্ন আজকে পূর্ণ হল।’

স্নাতকে সেলেশিয়ান কলেজে অর্থনীতি নিয়ে পড়ার সময় ন্যাশনাল ক্যাডেট কর্পস(এনসিসি)-এ যুক্ত হয়েছিলেন আদিত্য। সেই সুবাদে কলেজের অনেক অনুষ্ঠান পরিচালনার দায়িত্বও সামলেছেন তিনি । ২০২৩ সালে স্নাতকোত্তর পাশ করেই অক্টোবর মাসে এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্টে বসেছিলেন এই মেধাবী পড়ুয়া। আদিত্য জানান, অনলাইনে পড়াশোনা করেই সাফল্য পেয়েছি। লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা হয়েছিল। পড়াশোনার পাশাপাশি ফাঁকাসময়ে গিটার বাজাতে ভালোবাসেন আদিত্য। স্বাভাবিকভাবেই তাঁর এই সাফল্যে খুশি বাবা অনিল কুমার সিং, মা রিনা কুমারী সিং সহ প্রতিবেশীরাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *