শিলিগুড়ি: ভরদুপুরে ব্যস্ত এলাকায় ছুরিকাহত ব্যবসায়ী! ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) শহরের হায়দরপাড়া সংলগ্ন ঘুগনি মোড় এলাকায়। অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে ভক্তিনগর থানার পুলিশ (Police)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীরজ ঠাকুর নামে এক ব্যক্তি জাল ১০০ টাকার নোট ভাঙাতে এসেছিল ব্যবসায়ী প্রিয়াংশু পালের কাছে। তিনি নোট দেখেই বুঝতে পারেন সেটি জাল। পাশাপাশি এও দেখেন অভিযুক্তের কাছে পাঁচ হাজার টাকার জাল নোট রয়েছে। এরপর প্রিয়াংশু বাবু অভিযুক্তকে জাল নোট ছিঁড়ে ফেলার কথা বলতেই আচমকা তাঁকে চাকু মারে। আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri Hospital)। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হায়দরপাড়া এলাকায়। অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসীরা। পথে নামেন ব্যবসায়ীরাও। খবর পেয়ে ছুটে আসেন ভক্তিনগর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে অভিযুক্ত নীরজ ছেত্রী ঠাকুরকে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।