শিলিগুড়ি: অগ্নিকাণ্ডের (Hearth) ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে (Siliguri)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) টার্মিনালের উলটোদিকের বস্তিতে। অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকটি টিনের গুমটি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ওই গুমটিগুলিতে অবৈধ চোরাই তেল মজুত করা থাকে বলে অভিযোগ।
এদিন ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় হতাহতের কোন খবর নেই। দমকল এবং পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।