শিলিগুড়ি: বন দপ্তরের অভিযানে বড় সাফল্য। শিলিগুড়িতে (Siliguri) অভিযান চালিয়ে প্যাঙ্গোলিনের আঁশ (Pangolin Scales) ও হরিণের শিং (Deer Antler) সহ গ্রেপ্তার করা হল একজনকে। গোপন সূত্রে খবর পেয়ে শুকনা রেঞ্জের কর্মীরা প্রধাননগর থানার সমরনগর এলাকায় অভিযান চালিয়ে সেগুলি বাজেয়াপ্ত করে।
জানা গিয়েছে, বন দপ্তরের অভিযানে ৩ কেজি ৭০০ গ্রাম প্যাঙ্গোলিনের আঁশ বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য ৬ লক্ষ টাকা। অপরদিকে বাজেয়াপ্ত করা হয়েছে ৪৫ সেন্টিমিটার লম্বা একটি হরিণের শিং। নেপালের উদ্দেশে সেগুলি পাঠানো হচ্ছিল বলে জানা গিয়েছে। কোথা থেকে সেগুলি আনা হয়েছিল তা স্পষ্ট নয়। ধৃতকে জেরা করে সবটা জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে।