শিলিগুড়ি: পেলিং (Pelling) থেকে শিলিগুড়ি (Siliguri) ফেরার পথে পর্যটকদের (Vacationers) গাড়ির উপর ভেঙে পড়ল গাছ। হঠাৎ করে গাছটি গাড়ির উপর ভেঙে পড়ায় বেশ কয়েকজন জখম হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, আবহাওয়া খারাপ ছিল না, কিন্তু তা সত্ত্বেও গাছটি কেন ভেঙে পড়ল তা বোঝা যাচ্ছে না। প্রাথমিকভাবে পর্যটকদের চিকিৎসা সাহায্য দেওয়া হয়েছে। তবে ঠিক কতজন পর্যটক জখম হয়েছেন বা গাড়িটিতে কতজন ছিল তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। গাছটি ভেঙে পড়ায় রাস্তা দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।