Siliguri | পুজোয় কাজ করেও বেতন পাননি হোমগার্ডরা, জমেছে ক্ষোভ

Siliguri | পুজোয় কাজ করেও বেতন পাননি হোমগার্ডরা, জমেছে ক্ষোভ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শিলিগুড়িঃ গতবছর পুজোর সময় পুলিশে অস্থায়ী হোমগার্ড হিসেবে কাজ করার পরেও এখনও সেই কাজের বেতন না পাওয়ায় ক্ষোভ ছড়িয়েছে বেতন প্রাপকদের মধ্যে। অভিযোগ, টাকার জন্য কখনও হেড কোর্য়াটার, কখনও আবার হোম গার্ড অফিসে গেলেও কাজের কাজ কিছু হয়নি। এই পরিস্থিতিতে ফের পুজো চলে আসায় আদৌ সেই টাকা মিলবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন ৩৫ জনেরও বেশি প্রাপক। তাঁদের কথায়, ‘এর আগেও আমরা কাজ করেছি। যদিও এরকমভাবে কোনওদিনই টাকা আটকে যাওয়ার ঘটনা ঘটেনি।’

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি (ইস্ট) রাকেশ সিং বলছেন, ‘পুজোর সময় কাজ করা প্রত্যেকে অস্থায়ী হোমগার্ডের টাকা পেয়ে যাওয়ার কথা। কেউ টাকা না পেলে, ঠিক কী কারণে পায়নি, টেকনিক্যাল কোনও সমস্যা রয়েছে কিনা, সেটা দেখা হবে।’

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সুত্রে জানা গিয়েছে, দুর্গাপুজোর সময় নিয়ম শৃঙ্খলার বিষয়টিকে মাথায় রেখে প্রতিবছর পুজোর সময়টুকুর জন্য অস্থায়ী হোমগার্ড নিয়োগ করা হয়। পুজোর সময় কাজ হিসেবে তাঁরা প্রায় ছয় হাজার টাকার মতন পায়। কমিশনারেট এলাকার সমস্ত থানা মিলিয়ে প্রায় ২০০ জনের মতো অস্থায়ী হোমগার্ড নিয়োগ করা হয়। যদিও তাঁদের মধ্যে ৩৫ জনেরও বেশি টাকা না পাওয়ায় ক্ষোভ জমেছে। চলতি মাসে টাকা না পেলে তাঁরা আন্দোলনে যাওয়ার ব্যাপারেও হুঁশিয়ারি দিয়েছেন।

বেতন প্রাপক মোহন মাহাতো বলছেন, ‘একবার বলা হয়েছিল মার্চে টাকা দেওয়া হবে। এরপর প্রতি ১৫ দিন অন্তর কোনওসময় হেডকোর্য়াটার অফিস, কোনওসময় আবার হোমগার্ড অফিসে গিয়েছি। যদিও এখনও পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি।’ একই বক্তব্য আশিক সাহানির। তাঁর কথায়, ‘কবে টাকা পাব জানিনা। শুধু ঘুরেই যাচ্ছি। আমাদের কাছে কাজ করার যাবতীয় তথ্যও রয়েছে। হেড কোর্য়াটার অফিসে নামও রয়েছে। যদিও আমরা এখনও আমাদের প্রাপ্য বেতন পেলাম না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *