শিলিগুড়ি: স্কুল থেকে ফেরার পরই ঝুলন্ত দেহ উদ্ধার হল এক কিশোরীর। জানা গিয়েছে, শিলিগুড়ির (Siliguri) ভক্তিনগর থানা এলাকার একটি বেসরকারি ইংরেজিমাধ্যম স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত ১১ বছরের ওই কিশোরী। গতকাল তার পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে বাথরুমে ঢুকে যায় সে। এরপর দীর্ঘক্ষণ না বের হওয়ায় বাড়ির লোকজন দরজা ভেঙে পর্দার টাঙানোর লোহার রডের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় কিশোরীকে ঝুলন্ত অবস্থায় দেখেন।
দ্রুত তাকে ওই অবস্থায় নামিয়ে হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকজন। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেন। এই ঘটনায় শোকে পাথর হয়ে গিয়েছে কিশোরীর পরিবারের লোকজন। আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, কেন সে এমনটা ঘটাল কিছুই বোঝা যাচ্ছে না। পরিবার-পরিজন সূত্রে জানা গিয়েছে, সম্ভবত পরীক্ষা খারাপ হওয়াতেই ওই কিশোরী এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। পুলিশ (Police) জানিয়েছে, কিশোরীর দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।