Siliguri | তৃণমূলের আতশকাচে বিতর্কিত দিলীপ

Siliguri | তৃণমূলের আতশকাচে বিতর্কিত দিলীপ

ব্লগ/BLOG
Spread the love


রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ তথা তৃণমূল কংগ্রেস (TMC) নেতা দিলীপ বর্মনকে কি পার্টির সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দিল রাজ্য নেতৃত্ব? এই প্রশ্নই এখন ঘুরছে দলের অন্দরে। দু’দিন আগে দলের রাজ্য সভাপতির নির্দেশে কলকাতা থেকে এক প্রতিনিধিদল শিলিগুড়িতে এসে দিলীপের সঙ্গে কথা বলে গিয়েছে। সূত্রের খবর, সেই প্রতিনিধিদলের তরফে দিলীপকে তাঁর বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। দিলীপ কলকাতা থেকে প্রতিনিধি আসার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবি, ‘দল করব কী করব না সেটা ওই প্রতিনিধিরা বলার কে? দল করতে না দিলে লিখিতভাবে জানাক, তারপর প্রয়োজনে জয় শ্রীরাম হয়ে যাব।’

বিতর্ক হতে পারে অনুভব হতেই দিলীপ একনিঃশ্বাসে বললেন, ‘জয় শ্রীরাম মানে বিজেপিতে যাওয়া নয়, আমি রাজনীতি থেকেই বসে যাবে।’ তৃণমূলের দার্জিলিং জেলা নেতৃত্ব অবশ্য এই বিষয়ে কিছু জানা নেই বলে বিষয়টি এড়িয়ে গিয়েছে।

দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করছেন ৪৬ নম্বর ওয়ার্ডের চম্পাসারির দিলীপ। ২০২২ সালে দল তাঁকে শিলিগুড়ি পুরনিগমের ভোটে প্রার্থী করে। ৪৬ নম্বর ওয়ার্ডের বিশাল এলাকা থেকে জয়ী হয়ে দিলীপ কাউন্সিলার হন। তাঁকে মেয়র পারিষদও করা হয়েছে। কিন্তু প্রথম থেকেই বিতর্কে তৃণমূলের এই নেতা। কখনও প্রধাননগর থানা ঘেরাওয়ের হুমকি, কখনও প্রকাশ্যেই দলের জেলা সভানেত্রীর বিরুদ্ধে টাকা নিয়ে পদ বিলির অভিযোগ, আবার কখনও নিয়ন্ত্রিত বাজারে দলেরই দুই গোষ্ঠীর বিরোধে নাম জড়িয়েছে এই নেতার। ফলে তাঁকে নিয়ে দলে অশ্বস্তি বাড়ছিলই। দিলীপের কর্মকাণ্ড নিয়ে একাধিকবার জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ রাজ্যকে জানিয়েছেন। কিন্তু দিলীপ বহালতবিয়তেই নিজের মেজাজ নিয়েই ছিলেন।

কিন্তু কিছুদিন ধরে তিনি মেয়র গৌতম দেবের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তুলতে শুরু করেন। মেয়র কোনও কাজ করতে পারছেন না, তাঁকে মেয়র পারিষদ করা হলেও মেয়র তাঁর কথা শোনেন না বলে বেশ কয়েকবার অভিযোগ তুলেছেন দিলীপ। এই পরিস্থিতিতে দু’মাস আগে তিনি মেয়র পারিষদ পদ ছাড়ার সিদ্ধান্তও জানিয়েছিলেন। এহেন দিলীপকে নিয়ে গৌতম বারবার অশ্বস্তিতে পড়েছেন। আর তার পরেই রাজ্য স্তরে দলের কোনও অংশ থেকে দিলীপের বিরুদ্ধে কড়াভাবে অভিযোগ জানানো হয়েছে।

দলীয় সূত্রে খবর, রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে এসব অভিযোগ যেতেই তিনি দলের কয়েকজন নেতাকে ঘটনা খতিয়ে দেখতে শিলিগুড়িতে (Siliguri) পাঠিয়েছিলেন। সেই প্রতিনিধিরা দিলীপের সঙ্গে কথা বলে ফিরে গিয়েছেন। এদিন দিলীপ বলেন, ‘রাজ্য নেতৃত্বকে আমি অনেক আগেই শিলিগুড়ির বিভিন্ন বিষয় নিয়ে চিঠি দিয়েছি। সেসব গুরুত্ব দেওয়া হয়নি। অথচ আমার বিরুদ্ধে কে বা কারা কোনও অভিযোগ করেছে বলে রাজ্য থেকে প্রতিনিধি পাঠানো হয়েছিল।’ তাঁর কথায়, ‘রাজ্য নেতৃত্ব তো একপক্ষের বক্তব্য শুনে আমার কাছে লোক পাঠিয়েছে। আমিও আমার বক্তব্য জানিয়েছি। আমাকে যে কাজ করতে দেওয়া হচ্ছে না সেটাও বলেছি।’ আপনাকে কি দলীয় কর্মসূচি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে? দিলীপ বলেন, ‘ওরা নির্দেশ দেওয়ার কে? দলটা তো কারও পৈতৃক সম্পত্তি নয়। আমি বলেছি, দল করতে না দিলে লিখিত জানান। আমি জয় শ্রীরাম হয়ে যাব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *