শিলিগুড়ি: তিন বছর পর পরিবারকে ফিরে পেল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৌশল্যা। উত্তরপ্রদেশের মউ জেলার ঘৌসির বাসিন্দা কৌশল্যা দেবী হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। অবশেষে পুলিশের তৎপরতায় নিজের বাড়িতে ফিরলেন কৌশল্যা।
পুলিশ সূত্রে জানা গেছে, তিন বছর আগে উত্তরপ্রদেশের বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন কৌশল্যা দেবী। পরিবারের লোকেরা খোঁজখবর করার পর তাকে খুজে পেয়ে থানার দ্বারস্থ হন। এসবের মাঝে কেটে গেছে ৩ বছর। চলতি বছর জানুয়ারি মাসে শিলিগুড়ির (Siliguri) এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা খোঁজ পায় সালুগাড়ায় একজন মানসিক ভারসাম্যহীন মহিলা পড়ে রয়েছেন। তারাই ওই মহিলাকে আশ্রমে নিয়ে আসে। শুরু হয় চিকিৎসা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের চিকিৎসায় সুস্থ হতে শুরু করেন কৌশল্যা। মনে পড়ে নিজের নাম-পরিচয়। তারা জানতে পারেন, মহিলার নাম কৌশল্যা। উত্তরপ্রদেশের মউ জেলায় তার বাড়ি। সেই সুত্র ধরে সেখানকার থানা ও বিভিন্ন জায়গায় খোজ শুরুর পাশাপাশি বিভিন্ন মাধ্যমকে কাজে লাগায় সেচ্ছাসেবী সংস্থাটি। অবশেষে মেলে পরিবারের সন্ধান। শনিবার শিলিগুড়িতে আসে কৌশল্যা দেবীর স্বামী, মেয়ে ও জামাই। আইনি পদ্ধতির পর কৌশল্যা দেবীকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। তিনবছর পর স্ত্রীকে ফিরে পেয়ে খুশি কৌশল্যা দেবীর স্বামী শান্তালাল রাম।