শিলিগুড়িঃ শিলিগুড়িতে রহস্যমৃত্যু তরুণীর। রবিবার চম্পাশারি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় তরুণীর ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, মৃত তরুনীর নাম বৈশালি মহন্ত। কোচবিহারের বাসিন্দা। বিগত ৫ বছর ধরে সে শিলিগুড়ির চম্পাশারি এলাকায় ভাড়াবাড়িতে থাকত। শিলিগুড়ি কমার্স কলেজে পড়াশোনা শেষ করে বর্তমানে শহরের একটি শপিংমলে চাকরি করতেন তিনি। গত দুদিন ধরে ঘর থেকে না বের হওয়ায় বাড়ির মালিকের সন্দেহ হয়। খবর দেওয়া হয় প্রধাননগর থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বৈশালির দেহ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।