Siliguri | জ্যোৎস্নাময়ী স্কুলের সীমানা প্রাচীর বিতর্ক, পুরনিগমের কাজ বন্ধের সিদ্ধান্ত

Siliguri | জ্যোৎস্নাময়ী স্কুলের সীমানা প্রাচীর বিতর্ক, পুরনিগমের কাজ বন্ধের সিদ্ধান্ত

শিক্ষা
Spread the love


সাগর বাগচী, শিলিগুড়ি: জ্যোৎস্নাময়ী গার্লস হাইস্কুলের হস্টেলের জমির ওপর দিয়ে রাস্তা সম্প্রসারণের কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শিলিগুড়ি পুরনিগম (Siliguri)। শুক্রবার স্কুলের শিক্ষিকাদের সঙ্গে মেয়র গৌতম দেবের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিনা অনুমতিতে স্কুলের হস্টেলের সীমানা প্রাচীর ভেঙে রাস্তা তৈরি করা হচ্ছে, এই অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার স্কুলের শিক্ষিকারা পুরনিগমের রাস্তার কাজ বন্ধ করে দেন। যা নিয়ে শহরে হইচই পড়ে যায়। এক্ষেত্রে মূলত অভিযোগের আঙুল ওঠে জ্যোৎস্নাময়ী হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রশান্ত চক্রবর্তীর দিকে। এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় শিক্ষিকাদের সঙ্গে মেয়রের বৈঠক। পরে গৌতম বলেন, ‘আপতত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। প্রয়োজনীয় কাজে বাইরে এসেছি। ১৪ জুন শিলিগুড়ি ফিরে গিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করব। সীমানা প্রাচীর তৈরির ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয় সংসদের এনওসি রয়েছে। হাইস্কুল কর্তৃপক্ষ জায়গাটি প্রাইমারিকে দিয়েছিল। তবে রাস্তা তৈরির বিষয়টি স্কুল কর্তৃপক্ষের জানা নেই বলে জানিয়েছে।’

জ্যোৎস্নাময়ী গার্লস হাইস্কুলের পেছনদিকে, বাবুপাড়া শ্রীমা সরণির রাস্তায় বিদ্যালয়ের আলাদা ১৮ কাঠা জমির ওপর হস্টেল ছিল। বহু বছর আগে ভগ্নপ্রায় দশা হওয়ায় সেখানে তেমন কেউ যেত না। কার্যত নেশাগ্রস্তদের আস্তানা হয়ে উঠেছিল। যার জন্য হাইস্কুল কর্তৃপক্ষ হস্টেলের সমস্ত ঘর ভেঙে ফেলে। হাইস্কুল প্রাঙ্গণে সকালে জ্যোৎস্নাময়ী প্রাইমারি স্কুল হয়ে আসছে। প্রায় ১০ বছর আগে হাইস্কুল কর্তৃপক্ষ রেজোলিউশন করে হস্টেলের ফাঁকা জায়গায় নতুন ভবন তৈরির জন্য প্রাইমারিকে মৌখিকভাবে জমিটি দিয়েছিল। কিন্তু সেই জমির কিছুটা অংশ রাস্তা তৈরির জন্য পুরনিগম না জানিয়ে নিয়ে নেওয়ায় স্কুল কর্তৃপক্ষ কাজে বাধা দেয়। হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা বনানী রায় বলেন, ‘রাস্তা যে তৈরি হচ্ছে, তা আমাদের পরিচালন সমিতির সভাপতি তথা ওয়ার্ড কাউন্সিলার ফোন করেও জানাননি। উন্নয়নের কাজে আমরা পুরনিগমকে সমস্ত সহযোগিতা করব। পুরনিগম আমাদের সঙ্গে আলোচনা করে রাস্তাটি নিলে ভালো হত। মেয়র আবার বৈঠক করবেন। রাস্তা সম্প্রসারণের জন্য কিছুটা কম জায়গা নেওয়া হলে পরবর্তীতে প্রাইমারির ভবন তৈরিতে সুবিধা হবে।’ ওয়ার্ড কাউন্সিলার প্রশান্তর অবশ্য দাবি, ‘সমস্ত নিয়ম মেনেই রাস্তা তৈরির কাজ হয়েছে।’

এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন শিলিগুড়ির বিধায়ক বিজেপি নেতা শংকর ঘোষ। শংকরের অভিযোগ, ‘এই সরকার শিক্ষার পরিপন্থী। রাস্তা সম্প্রসারণ করতে গেলে স্কুলকে জানানো উচিত ছিল। এর তদন্ত হওয়া প্রয়োজন। পুরনিগমের একাংশ বর্তমানে নিজেদের পকেট ভরাতে ব্যস্ত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *