Siliguri | কুকুরের দেহ তুলতে ম্যাজিস্ট্রেট তলব

Siliguri | কুকুরের দেহ তুলতে ম্যাজিস্ট্রেট তলব

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শিলিগুড়ি: মৃত মানুষের দেহ কবর দেওয়া হলে তদন্তের স্বার্থে অনেক ক্ষেত্রে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি খুঁড়ে দেহ তোলা হয়। কিন্তু সারমেয়র দেহ মাটি খুঁড়ে বের করার জন্য এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতির কথা শুনেছেন কখনও। এমনই ঘটনা ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়ায়। এখানে দুর্ঘটনায় মৃত একটি পথকুকুরের কবর দেওয়া দেহ তোলার জন্য একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট চেয়ে মাটিগাড়া থানার তরফে মহকুমা শাসকের কাছে আবেদন করা হয়েছে। যা নিয়ে প্রশাসনিক মহলে চর্চার অন্ত নেই। শিলিগুড়ির মহকুমা শাসক সরাসরি এই আবেদন খারিজ করে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘ভারতীয় ন্যায় সংহিতায় (বিএনএস) এভাবে ম্যাজিস্ট্রেট দেওয়ার কোনও আইন নেই।’ মাটিগাড়া থানার আইসি অরিন্দম ভট্টাচার্য বলেছেন, ‘আইনে নির্দিষ্ট করে পশুর ক্ষেত্রে কিছু বলা নেই। মাটি খুঁড়ে দেহ তোলা হবে বলে আমরা এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট চেয়েছি।’
বিয়ের সাত বছরের মধ্যে কোনও মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হলে সেই দেহ তোলার জন্য এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতি প্রয়োজন হয়। এছাড়া বিতর্কিত মৃত্যু, হত্যাকাণ্ডের পরে দেহ পুঁতে দেওয়া হলেও সেই ঘটনার তদন্তে দেহ মাটি খুঁড়ে তোলার সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি প্রয়োজন হয় বলে আইনজ্ঞরা বলছেন।

তবে এবার কুকুরের দেহ কবর থেকে তুলতে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাইলো পুলিশ। বৃহস্পতিবার সকালে মাটিগাড়ার উপনগরীর সামনে দ্রুতগতিতে চলা গাড়ির ধাক্কায় একটি সারমেয়র মৃত্যু হয়। মৃত কুকুরটিকে উপনগরীর আবাসিকদের তরফে কবর দেওয়া হয়। সারমেয়র এভাবে হত্যার ঘটনা নিয়ে সরব হয় পিপুলস ফর অ্যানিমেল (পিএফএ) সংস্থা। শুক্রবার সারমেয়টির হত্যা করা হয়েছে বলে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। যার নম্বর ৯৮৪/২৫ (২৯ অগাস্ট ২০২৫)। এই ঘটনার তদন্তের জন্য সহকারি সাব ইনসপেক্টর প্রবীর রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। এর পরেই মাটিগাড়ার আইসি অরিন্দম ভট্টাচার্য তদন্তের স্বার্থে সারমেয়র মরদেহটি মাটি খুঁড়ে তোলার জন্য একজন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট চেয়ে মহকুমা শাসকের কাছে আবেদন করেছেন।

প্রশ্ন উঠছে, কোন আইনের ভিত্তিতে কুকুরের মহদেহ কবর থেকে তোলার জন্য ম্যাজিস্ট্রেটের উপস্থিতি প্রয়োজন? আইনজীবী ইউসুফ আলি বলেছেন, ‘সিআরপিসি, আইপিসি এবং বিএনএসে এমন কোনও আইন নেই। প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেল এক্ট অনুযায়ী এর সুযোগ থাকতে পারে। আমাদেরও আইন দেখেই বলতে হবে।’ অপর আইনজীবী সুতীর্থ রাহার বক্তব্য, ‘পশুপাখির ওপরে অন্যায় অত্যাচার হলে এমনটা হতেই পারে। সেক্ষেত্রে বিএনএস নয়, পশুদের জন্য তৈরি নির্দিষ্ট আইনেই কাজ করতে হবে।’

পিপুলস ফর অ্যানিমেল-এর রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দেবশ্রী ভট্টাচার্য বলেছেন, ‘মাটিগাড়ার ঘটনাটা আমি জেনেছি। আমরা অভিযুক্তের শাস্তি চাই। তবে, এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সারমেয়র দেহ তুলতে হবে কেন? পুলিশ কেন এমনটা চাইছে সেটা আমরা জানার চেষ্টা করছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *