Siliguri | কলেজে-মেডিকেলে ভর্তি নিয়ে জটিলতা! পোস্টার সাঁটিয়ে প্রতিবাদ শিলিগুড়ির বিধায়কের

Siliguri | কলেজে-মেডিকেলে ভর্তি নিয়ে জটিলতা! পোস্টার সাঁটিয়ে প্রতিবাদ শিলিগুড়ির বিধায়কের

ব্লগ/BLOG
Spread the love


শিলিগুড়ি: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হলেও কলেজে ভর্তি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। এই নিয়ে প্রশ্ন তুলে বুধবার শিলিগুড়িতে (Siliguri) পোস্টার সাঁটালেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ (Shankar Ghosh)। পোস্টারে লেখা, ‘আর কবে ক্লাসে যাবো? মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী জবাব দাও।’

পড়ুয়াদের লেখাপড়ার ভবিষ্যত কি হবে? এ নিয়ে প্রশ্ন তুলে বুধবার সংবাদমাধ্যমের সামনে শংকর ঘোষ বলেন, ‘কয়েক মাস আগেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। অথচ পড়ুয়ারা এখনও সরকারি কলেজে ভর্তির সুযোগ পেল না। বেসরকারি কলেজে অনেক টাকা খরচ করে ভর্তি হতে হচ্ছে। আবার জয়েন্ট এন্ট্রাসের ফল এখনও প্রকাশই হল না। কবে ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাস ইন্টারভিউয়ের সুযোগ পাবে আমার কেউই জানি না। কি হবে এদের ভবিষ্যৎ ভাবলে ভয় লাগে।’

তাঁর আরও অভিযোগ, মেডিকেলে ও বিডিএসে ভর্তির ক্ষেত্রেও একই ধরনের সমস্যা তৈরি হয়েছে। আমি রাজ্যের মানুষের কাছে অনুরোধ করছি, পড়ুয়াদের কথা ভেবে রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। এই দুরবস্থার জন্য দায়ী রাজ্যের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি নিজে একজন শিক্ষানুরাগী, নাট্যকার, অধ্যাপক মানুষ, অথচ মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারছেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি হলে, অন্যান্য ক্ষেত্রে কি সমস্যা? রাজ্যের শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী জবাব দেবেন আর কবে পড়ুয়ারা ক্লাসে যাবেন? যদি জবাব না দেন তাহলে বৃহত্তর আন্দোলনে নামব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *