Siliguri | উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে চন্দ্রগ্রহণ দেখতে পড়ুয়াদের ভিড়, তাল কাটল বৃষ্টি

Siliguri | উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে চন্দ্রগ্রহণ দেখতে পড়ুয়াদের ভিড়, তাল কাটল বৃষ্টি

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: গ্রহণ মানেই অশুভ! এই সময় কোনও শুভ কাজ করা উচিত নয়! এধরনের কথা অনেকের মুখেই শোনা যায়। তবে গ্রহণের সঙ্গে রান্নাবান্না না করা, বাইরে না যাওয়া, পূজাপাঠ না করার যে কোনও সম্পর্ক নেই, বিরল চন্দ্রগ্রহণের মুহূর্তে তা সাধারণ মানুষকে বোঝালেন উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ-এর প্রতিনিধিরা।

চন্দ্রগ্রহণ নিয়ে অনেকের মনেই কুসংস্কার রয়েছে। সমাজকে কুসংস্কার মুক্ত করে বিজ্ঞানমনস্ক করে তোলার জন্যই এদিন চন্দ্রগ্রহণ-এর মধ্যেই চায়ের আড্ডার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা কার্যালয় দেশবন্ধুপাড়া অবস্থিত উমা বসু বিজ্ঞান ভবনে। এদিন বিজ্ঞান কেন্দ্রেও পড়ুয়াদের কুসংস্কার মুক্ত করার লক্ষে, তাঁদের সচেতন করেন প্রজেক্ট কোঅর্ডিনেটর ঋতব্রত বিশ্বাস। তিনি বলেন, ‘গ্রহণের সঙ্গে শুভ কাজ না করার কোনও সম্পর্কই নেই। গ্রহণের সঙ্গে শুধুমাত্র বিজ্ঞানের সম্পর্ক রয়েছে।’ উপস্থিত বিজ্ঞানপ্রেমীদের নিয়ে কুইজ প্রতিযোগিতাও করা হয়। এছাড়াও বিজ্ঞান কেন্দ্রে পিপিটির মাধ্যমে চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক কারণও ব্যাখ্যা করা হয়। টেলিস্কোপের মাধ্যমে উপস্থিত সকলকে চন্দ্রগ্রহণ দেখানো হয়। তবে তাল কাটে বৃষ্টিতে।

অন্যদিকে, উমা বসু ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বৃষ্টির জন্য টেলিস্কোপ-এর মাধ্যমে চন্দ্রগ্রহণ দেখার সৌভাগ্য অনেকেরই হয় নি। তবে উপস্থিত পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। পড়ুয়াদের বিজ্ঞান নিয়ে সচেতন করেন বিজ্ঞান মঞ্চের আহ্বায়ক বিপ্লব দাস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *