শিলিগুড়ি: আচমকা বাইকে জ্বলে উঠল আগুন। অল্পের জন্য বেঁচে গেলেন চালক। বৃহস্পতিবার এই ঘটনায় শোরগোল পড়ে যায় শিলিগুড়ির (Siliguri) হায়দরপাড়ার শিবরামপল্লীতে।
চালক জানান, বাইকে (Bike) করে ওই ব্যক্তি বাড়ি ফেরার সময়ই দেখেন ইঞ্জিনে আগুনের ফুলকি দেখা যাচ্ছে। এরপর বাইকটি রেখে বাড়ির ভেতরে ঢুকে যান তিনি। বাইরে বেরিয়ে দেখতে পান, দাউ দাউ করে জ্বলে ওঠে বাইকটি। আশেপাশের বাসিন্দারা জড়ো হয়ে যান সেখানে। তাঁদের তৎপরতায় আগুন নেভানো হয়। ঘটনায় কেউ হতাহত হননি।