Siliguri | ‘অভিযোগ লিখে জানান, নাম গোপন রাখা হবে’, কলকাতায় বৈঠকে তোপের মুখে শিলিগুড়ির তৃণমূল নেতারা

Siliguri | ‘অভিযোগ লিখে জানান, নাম গোপন রাখা হবে’, কলকাতায় বৈঠকে তোপের মুখে শিলিগুড়ির তৃণমূল নেতারা

ভিডিও/VIDEO
Spread the love


শিলিগুড়ি: কলকাতায় বৈঠকে যোগ দিয়ে কার্যত রাজ্য নেতৃত্বের তোপের মুখে পড়লেন দার্জিলিং জেলা তৃণমূলের নেতারা। এদিন জেলার দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। নির্দেশ দেওয়া হয়েছে যার বিরুদ্ধে যা অভিযোগ থাকবে লিখে পাঠাতে হবে। যিনি লিখবেন তার পরিচয় গোপন রাখা হবে। এছাড়াও দলের টাউন কমিটির সংখ্যা বাড়িয়ে ৩ থেকে ৬ টা করা হচ্ছে বলে সূত্রের খবর। সবগুলিতেই নতুন মুখ আনার সম্ভাবনা। তবে ব্লকস্তরগুলিতে রদবদলের সম্ভাবনা কম বলে জানা গেছে।

উল্লেখ্য এদিন কলকাতায় তৃণমূল ভবনে তৃণমূলের দার্জিলিং জেলা সমতল কমিটির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন সুব্রত বকসি সহ তৃণমূল শীর্ষ নেতারা। বৈঠকের মাঝপথে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং জেলা তৃণমূলের চেয়ারম্যান সঞ্জয় টিব্রেওয়াল, সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়ে সাধারণ সম্পাদক পদ পাওয়া শংকর মালাকার সহ অন্যান্যরা। জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে সাংগঠনিক ফাঁকফোকরকে সামলে জয়ের লক্ষ্যে লড়াই করার নির্দেশ দিয়েছেন রাজ্য নেতৃত্ব। বৈঠক শেষে শিলিগুড়ির মেয়র তথা দার্জিলিং জেলা সমতল তৃণমূলের কোর কমিটির সদস্য গৌতম দেব জানান, দলীয় নেতৃত্ব যেভাবে দিশা দেখিয়েছেন তা বেদবাক্যের মতো অনুসরণ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *