শিলিগুড়িঃ চুরি করা সোনার অলঙ্কার গলিয়ে বিক্রি করার ছক কষেছিল চোর। কিন্তু তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে গেল অভিযুক্ত। তার হেপাজত থেকে উদ্ধার হল গলানো সোনা। ঘটনাটি নিউ জলপাইগুড়ি থানার অধীন পোড়াঝাড় এলাকার।
জানা গ্যেছে, দিনকয়েক আগে পোড়াঝাড় এলাকার বাসিন্দা দিপালী ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই বাড়ি থেকে চুরি যায় সোনার অলঙ্কার সহ বেশ কিছু সামগ্রী। এই ঘটনায় নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীকে চিহ্নিত করে। চুরির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আটক করে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন কামরাঙ্গাগুড়ির বাসিন্দা জাহিদুল আলীকে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চুরির ঘটনার কথা স্বীকার করেছে। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে অলঙ্কার গলানো সোনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সোনা গলিয়ে তা বিক্রির ছক কষেছিল।
রবিবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। কোথা থেকে জাহিদুল চুরি করা সোনার অলঙ্কারটি গলিয়েছিল এবং সেগুলি কোথায় বিক্রির ছক কষেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।