শিলিগুড়ি: ছন্দে ফেরার চেষ্টা করছে উত্তর সিকিম। আবহাওয়া কিছুটা অনুকূল হতেই শুরু হয়েছে পর্যটক উদ্ধার, রাস্তা তৈরি এবং বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ। শুক্রবার চালু করা হয়েছে সাংকালান, ফিডং, চুংথাংয়ের রাস্তা। তবে আপাতত শুধু ছোটো গাড়ি চলাচল করতে পারবে এই রাস্তায়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছিল ৬৩ জন পর্যটককে। শুক্রবার ফের ছাতেনে পৌঁছেছে দুটি হেলিকপ্টার। ইতিমধ্যেই প্রথম দফায় ১৭ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে ছাতেন থেকে।