Sidharth Malhotra-Kiara Advani | সিড-কিয়ারার জীবনে নতুন সদস্যের আগমন, কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী

Sidharth Malhotra-Kiara Advani | সিড-কিয়ারার জীবনে নতুন সদস্যের আগমন, কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দু’দিন আগেই খবর পাওয়া গিয়েছিল হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ছবিও। তখন থেকেই সুখবরের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে মঙ্গলবার বলিউডের (Bollywood) স্টার কাপল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর (Sidharth Malhotra-Kiara Advani) পরিবারে এল নতুন সদস্য। কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেখবর জানিয়েছেন তারকা দম্পতি।

মা-বাবা হওয়ার পর যৌথ বিবৃতি দিয়ে তারকা দম্পতি লিখেছেন, ‘আমাদের হৃদয় আজ খুশিতে পরিপূর্ণ। আজ থেকে আমাদের জীবন যেন বদলে গেল। আমাদের জীবনে কন্যাসন্তান এসেছে।’ হাসপাতাল সূত্রে খবর, মা ও মেয়ে দু’জনই সুস্থ রয়েছেন। এই মুহূর্তে শুভেচ্ছাবার্তায় ভাসছেন দম্পতি।

গত মে মাসে মেট গালা-র মঞ্চে স্ফীতোদর নিয়ে লাল গালিচায় হেঁটেছিলেন কিয়ারা। তারপর থেকে তাঁকে ক্যামেরার সামনে সেভাবে দেখা যায়নি। দিন কয়েক ধরে হাসপাতালে যাতায়াত বেড়েছিল দম্পতির। কিন্তু সেখানে ছাতা দিয়ে ঢেকে গাড়ি থেকে ওঠানামা করেছেন তিনি।

২০২১ সালে শেরশাহ (Shershaah) ছবির শুটিং ফ্লোর থেকে প্রেম শুরু সিদ্ধার্থ (Sidharth Malhotra) ও কিয়ারার। এরপর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। রাজস্থানের জয়সলমেরে তাঁদের বিয়ের আসর ছিল তাক লাগানো। এরপর ২০২৫ সালের মার্চে শীঘ্রই দুই থেকে তিন হওয়ার কথা জানান দম্পতি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *