SI অমিতাভ মালিক খুনের মামলায় জামিন বিমল গুরুংয়ের

SI অমিতাভ মালিক খুনের মামলায় জামিন বিমল গুরুংয়ের

রাজ্য/STATE
Spread the love


শান্তনু কর, জলপাইগুড়ি: পুলিশ আধিকারিক অমিতাভ মালিক খুনের মামলায় জামিন পেলেন বিমল গুরুং। কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে। সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শংকর চক্রবর্তী একথা জানান।

গত ২০১৭ সালের জুন মাসে রাজ্যে মন্ত্রিসভার বৈঠকের দিন পাহাড়ে তুমুল অশান্তি হয়। সেই ঘটনায় মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের বিরুদ্ধে UAPA ধারায় মামলা রুজু করেছে রাজ্য সরকার। গ্রেপ্তারি এড়াতে এখন পাহাড়ে, জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন মোর্চা সভাপতি। পলাতক গুরুংকে ধরতে উঠেপড়ে লাগে পুলিশ। ,ওই বছরই ১৩ অক্টোবর দার্জিলিংয়ের শিরুবাড়ির জঙ্গলে গুরুংয়ের সন্ধানে অভিযান চালায় পুলিশ। মোর্চা সমর্থকদের গুলিতে প্রাণ হারান দার্জিলিং সদর থানায় এসআই অমিতাভ মালিক। শুরু হয় তদন্ত। পরে ঘটনার তদন্তভার নেয় সিআইডি।

মধ্যমগ্রাম শহরের ৭ নম্বর ওয়ার্ডের শরৎকানন পাটুলি শিবতলায় অমিতাভ মালিকের বাড়ি। স্বামীর মৃতদেহ বাড়িতে ফেরার পর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। স্বামীর মরদেহ জড়িয়ে ধরে পুলিশ আধিকারিকের স্ত্রী বিউটি মালিকের কান্নায় চোখে জল আসে সকলের। পরে বিউটির হাতে তাঁর স্বামীর সাহসিকতার জন্য মরণোত্তর পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ওই পুলিশ আধিকারিক খুনের মামলার সহকারী সরকারি আইনজীবী অদিতি শংকর চক্রবর্তী জানান, মামলায় মূল অভিযুক্ত ছিলেন বিমল গুরুং। জামিনের আবেদন জানিয়েছিলেন। সেই মামলায় বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন মঞ্জুর করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *