উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২৩০ বারেরও বেশি পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং ৬০ লক্ষ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে অবশেষে পৃথিবীতে ফিরতে চলেছেন অ্যাক্সিওম ৪ মিশনের চার মহাকাশচারীর দল। এই দলের অন্যতম সদস্য ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। সোমবার, ১৪ জুলাই তাঁরা পৃথিবীতে ফিরবেন বলে জানা গিয়েছে।
পৃথিবীতে ফেরার আগে ১৩ই জুলাই, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে (IST) চার মহাকাশচারীর জন্য একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। নাসা সূত্রে খবর, ১৪ জুলাই বিকেল ৪টা ৩৪ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তাঁদের ড্রাগন মহাকাশযানটি বিচ্ছিন্ন (undock) হওয়ার কথা। ইসরো জানিয়েছে, বিচ্ছিন্ন হওয়ার পর ড্রাগন মহাকাশযানটির বেশ কয়েকটি কক্ষপথ হয়ে ১৫ জুলাই বিকেল ৩টে নাগাদ (IST) ক্যালিফোর্নিয়ার উপকূলে পৌঁছানোর কথা রয়েছে। ড্রাগন মহাকাশযানটি ৫০০ পাউন্ডেরও বেশি পণ্য নিয়ে ফিরবে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নাসার সরঞ্জাম এবং এই মিশনে পরিচালিত ৬০টিরও বেশি পরীক্ষার তথ্য। পৃথিবীতে ফেরার পর শুভাংশুদের সাত দিনের পুনর্বাসন কর্মসূচী চলবে বলে জানিয়েছে ইসরো।
এদিকে, শুভাংশুর ঘরে ফেরার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে তাঁর পরিবার। এক সাক্ষাৎকারে শুভাংশুর বাবা শম্ভু দয়াল শুক্লা বলেন, “তাঁর মিশন ভালোভাবে চলছে দেখে খুব ভালো লাগছে। সে আমাদের দেখিয়েছে সে কোথায় কাজ করে, কোথায় ঘুমায়, তাঁর ল্যাব এবং তাঁর দৈনন্দিন রুটিন কেমন।” প্রসঙ্গত, অ্যাক্সিওম-৪ মিশনের মাধ্যমে শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি জমিয়েছেন এবং প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখেছেন।