উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) কণ্ঠে ‘সাক্ষাৎ সরস্বতীর বাস’। একথা অনেকেই বলেন সংগীত জগতে। তাঁর সুরেলা কণ্ঠ, মিষ্টভাষী যেন মন ছুঁয়ে যায় সবার। এবার নেদারল্যান্ডসের (Netherlands) আমস্টারডামে (Amsterdam) মিউজিক টুরে গিয়ে যা কাণ্ড হল, তাতে হতবাক গায়িকার শত সহস্র অনুরাগীরা। আর সেই ভিডিও ক্রমশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
ভিডিওতে দেখা গিয়েছে, মঞ্চের নেপথ্যে এক মহিলা অনুরাগীর সঙ্গে কথোপকথনে ব্যস্ত শ্রেয়া ঘোষাল। সেই মহিলা অন্তঃসত্ত্বা। তাঁকে দেখেই উচ্ছ্বসিত হয়ে শ্রেয়া হাঁটু মুড়ে বসে দু’হাতে বেবি বাম্প আগলে গান ধরলেন- ‘পিয়া বোলে, পিউ বোলে…।’ বলিউড সিনেমা ‘পরিণীতা’য় শ্রেয়া ঘোষালের গাওয়া এই গান আজও শ্রোতাদের মনে মনে। আর গায়িকা গান ধরতেই পরের ম্যাজিকটা ধরা পড়ল ক্যামেরায়।
শ্রেয়ার অভিব্যক্তিতেই স্পষ্ট হল, তিনি ওই মহিলা অনুরাগীর গর্ভস্থ সন্তানের নাড়াচাড়া টের পাচ্ছেন। বেবি বাম্পে হাত বুলিয়ে পালটা সাড়া দিলেন গায়িকাও। থ্রি ইডিয়টস সিনেমার সংলাপ ধার করে নিয়ে বললেন- ‘অল ইজ ওয়েল…।’ ওই অন্তঃসত্ত্বা ভক্তের সঙ্গে ছিলেন তাঁর স্বামীও। দুজনেই শ্রেয়ার এমন মিষ্টি আচরণে মুগ্ধ। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই ভাইরাল নেটদুনিয়ায়। শ্রেয়া যে সত্যিই অনন্যা, সেকথাই বলছেন অনুরাগীরা।