Shovan-Ratna divorce case | বিবাহবিচ্ছিন্ন হলেন না শোভন, স্বামীর সঙ্গে রত্নার একত্রবাসের আর্জিও খারিজ আলিপুর আদালতে

Shovan-Ratna divorce case | বিবাহবিচ্ছিন্ন হলেন না শোভন, স্বামীর সঙ্গে রত্নার একত্রবাসের আর্জিও খারিজ আলিপুর আদালতে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিবাহবিচ্ছেদ হল না শোভন-রত্নার (Shovan-Ratna divorce case)। বিবাহবিচ্ছেদের অনুমতি দিল না আদালত। পাশাপাশি রত্নার একত্রবাসের আর্জিও খারিজ করে দিল আদালত। স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে চেয়ে মামলা করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শুক্রবার সেই মামলা খারিজ করে দিল আলিপুর আদালত (Alipore Court docket)।

দীর্ঘ আট বছর ধরে আলিপুর আদালতে চলে শোভন-রত্নার বিবাহবিচ্ছেদের মামলা। রত্নার সঙ্গে বিচ্ছেদ চেয়ে মামলা করেছিলেন শোভনই। পাশাপাশি রত্নাও আদালতে আর্জি জানিয়েছিলেন শোভনের সঙ্গে একত্রবাসের। মামলাটি একসময় নিম্ন আদালতে খারিজ হয়েছিল। পরে মামলাটি যায় নিম্ন আদালতে। শোভন-রত্নার বিবাহবিচ্ছেদের মামলায় শোভনের হয়ে শেষ পর্বে সওয়াল করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু হাই কোর্ট শোভনের করা বিবাহবিচ্ছেদের মামলাটি ফিরিয়ে দেয় নিম্ন আদালতে। শুক্রবার আলিপুর আদালত মামলাটি ফের খারিজ করে দেয়।

এই পরিস্থিতিতে শোভনকে থাকতে হল রত্নার আইনত স্বামী হিসেবেই। ‘বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আর আবদ্ধ হতে পারলেন না কলকাতার প্রাক্তন মেয়র। আবার রত্নাও তাঁর স্বামীর সঙ্গে একত্রবাসের সুযোগ পেলেন না।

রায় ঘোষণার পর অবশ্য শোভনের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও আদালতের এদিনের রায়কে নিজের জয় হিসাবেই দেখছেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না। কোর্টচত্বরে দাঁড়িয়ে রত্না বলেন, ‘‘আট বছর ধরে যে লড়াই করেছিলাম তার জয় হল। পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের অনেক সময়েই ক্ষমতার কাছে হেরে যেতে হয়। আমি সব নারীর হয়ে সেই জয় পেয়েছি।’’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *