উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুজোর মুখে ফের শুটআউট (Shootout) কলকাতায় (Kolkata)। গার্ডেনরিচের (Backyard Attain) বন্দর এলাকা থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। সোমবার স্থানীয়রা গুলির আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানেই যুবককে পড়ে থাকতে দেখেন। পাশেই পড়েছিল একটি আগ্নেয়াস্ত্র।
সূত্রের খবর, এদিন সকালে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আশেপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ওই যুবকের মাথায় গুলি লেগেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবককে খুন করে তাঁর হাতে অস্ত্র ধরিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা, যাতে এই ঘটনাকে আত্মহত্যা মনে হয়। অথবা ওই যুবক সত্যিই আত্মহত্যা করে থাকতে পারেন। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, মহালয়ার সকালেই কলকাতায় চারু মার্কেট এলাকায় একটি জিমে ঢুকে দু’রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও ঘটনায় কেউ হতাহত হননি। তবে পুজোর মুখে খাস কলকাতায় গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। সেই ঘটনারও তদন্ত করছে পুলিশ।