উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাড়ির বাইরে বেরোলেই অনেকে নিয়মিত পা ঢাকা জুতো পরেন। সেটা চামড়ার হতে পারে কিংবা স্নিকার্স। কিন্তু দীর্ঘদিন পা ঢাকা জুতো ব্যবহার করলে নানা সমস্যা দেখা দিতে পারে (Shoe Facet Results)। সেগুলি কী কী জেনে নিন।
১. দীর্ঘদিন ধরে পা ঢাকা জুতো পরলে পায়ে হাওয়া লাগে না। জুতোর সঙ্গে মোজা পরলে বিষয়টি আরও কষ্টকর হতে পারে। জুতোর মধ্যে হাওয়ার অভাবে নানা জীবাণুর সংক্রমণ হতে পারে। ফলে পায়ের ত্বকে দুর্গন্ধ হতে পারে। আবার জীবাণুর সংক্রমণ থেকে পায়ের ত্বকে কোনও জটিল রোগও দেখা দিতে পারে।
২. পা ঢাকা জুতো পায়ের পেশিকে একটি নির্দিষ্ট অবস্থানে রাখতে সাহায্য করে। ফলে নিয়মিত এই ধরনের জুতো পরার ফলে পেশি শক্ত হয়ে যায়। অনেক সময় পায়ে ব্যথা শুরু হয়।
৩. অনেক সময়ে টানা পা ঢাকা জুতো পরতে থাকলে, তা থেকে পিঠ এবং কোমরের ব্যথা হতে পারে। তাই পা ঢাকা জুতোর পাশাপাশি কোনও কোনও দিন চটি বা পা খোলা থাকবে এমন কোনও জুতো ব্যবহার করলে সমস্যা দূর হবে।
৪. জুতো সঠিক মাপের না হলে পায়ে ফোসকা পড়ে। নতুন জুতোর থেকে পায়ে ফোসকা খুবই চেনা বিষয়। আবার জুতোর মাপ ঠিক না হলে, তা থেকে পায়ে কড়া পড়তে পারে।