মুম্বই: তাঁকে পচা খাবার পরিবেশন করা হয়েছে। ডাল থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এই অভিযোগে মুম্বইয়ের আকাশবাণী বিধায়ক ভবনের এক ক্যান্টিন কর্মীকে সপাটে চড় কষালেন শিবসেনা বিধায়ক (Shiv Sena MLA slaps) সঞ্জয় গায়কোয়াড়। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন দলের দু’বারের বিধায়কের কীর্তির ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। গায়কোয়াড়ের (Sanjay Gaikwad) সাফাই, এর আগেও তাঁকে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছে। একাধিকবার ক্যান্টিন কর্মীদের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। কিন্তু সমস্যা মেটেনি। এ ব্যাপারে বিধানসভায় সরব হবেন বলে জানিয়েছেন বুঢানার বিধায়ক।
তাঁর কথায়, ‘আমি অন্তত ২-৩ বার খারাপ খাবারের ব্যাপারে অভিযোগ জানিয়েছিলাম। সেদিন আমাকে যে খাবার দেওয়া হয়েছিল তা মুখে তোলার যোগ্য ছিল না।’ তিনি আরও বলেন, ‘আকাশবাণী বিধায়ক ভবনের ক্যান্টিনে প্রতিদিন ৫ থেকে ১০ হাজার লোক খেতে আসেন। অনেকেই খাবার মান নিয়ে অভিযোগ করেন। কখনও কখনও এখানে ১৫ দিনের বাসি খাবারও দেওয়া হয়।’ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ক্যান্টিন কর্মীকে ডেকে ডালের গন্ধ শুঁকে দেখতে বলেন গায়কোয়াড়। কর্মীটি একটু নীচু হতেই তাঁকে চড় মারেন বিধায়ক। তারপর মারেন ঘুসি। সেই সময় শিবসেনা বিধায়ককে বলতে শোনা যায়, ‘এটা হল আমার সহবত শেখানোর স্টাইল।’
রাজ্যের শাসক জোটের বিধায়ক নিজের পক্ষে যুক্তি সাজালেও চড় মারার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেন, ‘এ ধরনের আচরণ ভুল বার্তা দেয়। এটা অগ্রহণযোগ্য এবং সবার পক্ষে অসম্মানজনক। গায়কোয়াড়ের এই কাজ সব বিধায়কের সুনাম নষ্ট করেছে। জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে যে ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে।’ খাবারের মান নিয়ে অভিযোগ থাকলে তা জানানোর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
গায়কোয়াড়কে নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধির জিভ কেটে আনতে পারলে ১১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন তিনি। উদ্ধব ঠাকরের বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্য করেন শিন্ডেপন্থী এই নেতা।