Shilpa Shirodkar | করোনায় আক্রান্ত শিল্পা শিরোদকর, সকলকে মাস্ক পরে নিরাপদে থাকার বার্তা অভিনেত্রীর 

Shilpa Shirodkar | করোনায় আক্রান্ত শিল্পা শিরোদকর, সকলকে মাস্ক পরে নিরাপদে থাকার বার্তা অভিনেত্রীর 

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: করোনার ভ্রূকুটি বলিউডে। এবার করোনায় আক্রান্ত (Covid-19 Optimistic) হলেন অভিনেত্রী শিল্পা শিরোদকর (Shilpa Shirodkar)। সোমবার সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন তিনি নিজেই।

এদিন শিল্পা ইনস্টাগ্রামের একটি পোস্টে লেখেন, ‘হ্যালো বন্ধুরা! আমি করোনায় আক্রান্ত হয়েছি। সকলে নিরাপদে থাকুন এবং অবশ্যই মাস্ক পরুন।’ অভিনেত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সকলেই শিল্পার দ্রুত আরোগ্য কামনা করেছেন। একজন লিখেছেন, ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন।’ আবার আরেকজন লিখেছেন, ‘শিল্পা জি, আপনার যত্ন নিন।’

প্রসঙ্গত, সিঙ্গাপুর এবং হংকং সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে বিগত সপ্তাহে করোনার কেস বৃদ্ধি পেয়েছে। জানা গিয়েছে, ৩ মে পর্যন্ত সিঙ্গাপুরে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৪ হাজার ২০০ জন। যা আগের বছরের তুলনায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চিন এবং থাইল্যান্ডেও এপ্রিলে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যদিও সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন, উদ্বেগের কোনও কারণ নেই এখনও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *