উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে এটিকে উৎখাত করার জন্য গণ আন্দোলনের ডাক দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামি লীগের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান এবং ‘সোনার বাংলা’ ফিরিয়ে আনার লক্ষ্যে ২১ দফা দাবি পেশ করেন। এতে ইউনুস সরকারকে অবৈধ ও অসাংবিধানিক বলেও অভিহিত করা হয়েছে।
শেখ হাসিনার প্রধান দাবি হল, নির্বাচিত সরকারকে অসাংবিধানিকভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ায় ইউনুস সরকারের অপসারণ এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। তিনি অভিযোগ করেন যে, ইউনুস সরকার সুপ্রিম কোর্টের রায় অবজ্ঞা করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে এবং এর তদন্ত ও বিচার হওয়া উচিত। প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।
হাসিনার দাবি, ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের বহু নেতা, কর্মী ও সমর্থকদের অনৈতিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এসব অভিযোগ প্রত্যাহারের পাশাপাশি, ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিলুপ্তি দাবি করেন। রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলা হয়েছে এই বার্তায়।
এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর এবং আওয়ামী লীগ সদস্যদের ওপর নির্যাতন-নিপীড়নের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন। তিনি আরও জানান, দেশের জাতীয় প্রতীক, যেমন-বঙ্গবন্ধুর উত্তরাধিকার, জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো রক্ষা করতে হবে। একই সঙ্গে, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, আটক সাংবাদিকদের মুক্তি দেওয়া এবং নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তিনি।
তাঁর এই বার্তায় শেখ হাসিনা বাংলাদেশের অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়ার অভিযোগ তুলেছেন। তিনি জানান, দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি এবং সিন্ডিকেট রাজের কারণে সাধারণ মানুষ অর্থসংকটে ভুগছে। তিনি দ্রব্যমূল্য কমানো, শিল্প-কারখানা পুনরায় চালু করা এবং বিনিয়োগে পতন মোকাবিলার দাবি জানিয়েছেন। এছাড়াও, সেন্ট মার্টিন্স আইল্যান্ড, চট্টগ্রাম পোর্ট এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মতো গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধেও তিনি সোচ্চার হয়েছেন।
শেখ হাসিনা তার এই ২১ দফা দাবির মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইউনুস সরকারের বিরুদ্ধে এই লড়াই ‘সোনার বাংলা’ ফিরিয়ে আনার জন্য আরও একটি ‘মুক্তিযুদ্ধ’।