উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০০২ সালের মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে ঝড় তুলেছিলেন অভিনেত্রী শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)। তবে ৪২ বছর বয়সেই থমকে গেল তাঁর জীবন। শেফালির অকাল প্রয়াণে ভেঙে পড়েন তাঁর স্বামী পরাগ ত্যাগী (Parag Tyagi)। শোকের মধ্যেও হয়েছিলেন কটাক্ষের শিকার। অবশেষে মুখ খুললেন পরাগ। শেফালিকে নিয়ে তাঁর ভাবনা ভাগ করে নিলেন।
সোশ্যাল মিডিয়ায় পরাগ লিখলেন, ‘ওঁকে আমরা যেভাবে দেখেছি, তার চেয়ে অনেক বেশি ব্যাপ্তি ওঁর। মাধুর্যে মোড়া একটা অগ্নিপিণ্ড। ও খুবই বুদ্ধিদীপ্ত ও নিজের লক্ষ্যের প্রতি একাগ্র ছিল।’ শেফালীর কাজ করার ধরন, কাজের প্রতি নিষ্ঠা, জীবনযাপন- সব বিষয়ের প্রশংসা করে পরাগ লিখেছেন, ‘কাজের বাইরেও এক অন্য সত্ত্বা ছিল শেফালীর। সবাইকে সহজে আগলে নিতেন ও ভালোবাসতেন। সাফল্যের ঊর্ধ্বেও ভালোবাসার জন্য ওকে সকলে চিনত। স্বার্থহীনভাবে ভালোবাসতে জানত। ওঁ সকলের মায়ের মতো ছিল। নিজের চেয়ে অন্যদের বেশি গুরুত্ব দিত। সকলকে ভালোবাসা ও মায়া মমতায় জড়িয়ে রাখতে পারত। শেফালী একাধারে অসাধারণ কন্যা, অসাধারণ স্ত্রী এবং আমাদের পোষ্য সিম্বার অসাধারণ মা।’