উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জাতীয় নিরাপত্তা ইস্যুতে নিজের অবস্থানে অনড় থাকায় কংগ্রেস নেতা শশী থারুরের বিরুদ্ধে আবারও সরব হলেন প্রবীণ কংগ্রেস নেতা কে মুরলীধরন। রবিবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না থারুর তাঁর অবস্থান পরিবর্তন করছেন, ততক্ষণ তাঁকে তিরুবনন্তপুরমে দলের কোনও কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হবে না। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুরলীধরন বলেন, “থারুরকে আর ‘আমাদের একজন’ বলে মনে করা হচ্ছে না। যতক্ষণ না তিনি নিজের অবস্থান বদলাচ্ছেন, আমরা তাঁকে তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত কোনও দলীয় কর্মসূচিতে আমন্ত্রণ জানাব না।”
প্রসঙ্গত, এর ঠিক একদিন আগেই শশী থারুর কোচির একটি অনুষ্ঠানে বলেছিলেন যে, “দেশ সবার আগে, দলগুলি দেশকে উন্নত করার মাধ্যম মাত্র।” তিনি দাবি করেছিলেন, সাম্প্রতিক কালে সীমান্তে ঘটে যাওয়া অশান্তির আবহে সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় সরকারকে সমর্থন করার কারণে অনেকেই তাঁর সমালোচনা করেছেন, কিন্তু তিনি তাঁর অবস্থানে অটল থাকবেন কারণ তিনি বিশ্বাস করেন এটাই দেশের জন্য সঠিক। থারুর প্রশ্ন তোলেন, “আপনার প্রথম আনুগত্য কার প্রতি? আমার মতে, দেশ সবার আগে।”
থারুরের এমন মন্তব্যের জবাবেই এদিন সরব হন মুরলীধরন। প্রসঙ্গত, কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) সদস্য হওয়া সত্ত্বেও শশী থারুরকে নিয়ে দলের অভ্যন্তরে এই তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। আর এই ঘটনার মধ্যে দিয়ে দলের অন্তর্দ্বন্দ্ব যে ফের প্রকাশ্যে চলে এল সে কথা বলাই বাহুল্য।