Shakib Al Hasan | বোলিং অ্যাকশন পরীক্ষায় সফল, আইপিএল খেলার আশায় ফ্র্যাঞ্চাইজিগুলোর দুয়ারে সাকিব

Shakib Al Hasan | বোলিং অ্যাকশন পরীক্ষায় সফল, আইপিএল খেলার আশায় ফ্র্যাঞ্চাইজিগুলোর দুয়ারে সাকিব

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বোলিংয়ের জন্য ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। গত বছর সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে। চলতি বছরের জানুয়ারিতে চেন্নাইতে আবারও পরীক্ষা দিয়েছিলেন সাকিব। সেবারও পাশ করতে পারেননি। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে জায়গা হয়নি এই তারকার। কয়েকদিন আগে তৃতীয়বারের জন্য লাফবোরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলেন সাকিব। এবার তিনি পাশ করেছেন। ফলে বোলিং করতে কোনও অসুবিধা নেই সাকিবের।

তৃতীয় বারের প্রচেষ্টায় ছাড়পত্র পেয়ে আইপিএলে (IPL 2025) খেলার চেষ্টা শুরু করে দিলেন বাংলাদেশের অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। জানা গিয়েছে, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছেন বাংলাদেশ তারকা। এবারের আইপিএলেই খেলতে চান তিনি। তবে এখনও পর্যন্ত সবুজ সংকেত মেলেনি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে।

সূত্রের খবর, শনিবার থেকেই আইপিএল শুরু হয়ে যাচ্ছে, ফলে এখনই সাকিবের আইপিএলে ফেরার সম্ভাবনা কম। যদিও আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজিগুলিকে সাকিব জানিয়ে দিয়েছেন, খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি। তবে টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ চোট পেয়ে ছিটকে যান বা নাম তুলে নেন, একমাত্র তবেই তিনি সুযোগ পেতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *