Shah Rukh Khan | লখনউয়ের কাছে হেরে হতাশ শাহরুখ, দলের খেলোয়াড়দের মনোবল বাড়াতে চিঠি কিং খানের  

Shah Rukh Khan | লখনউয়ের কাছে হেরে হতাশ শাহরুখ, দলের খেলোয়াড়দের মনোবল বাড়াতে চিঠি কিং খানের  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার ঘরে মাঠ ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়েন্টসের কাছে ৪ রানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। এদিন হারের পর যথেষ্টই হতাশ কেকেআরের মালিক শাহরুখ খান। তিনি সশরীরে ইডেনের ক্লাব হাউজে না থাকলেও দলের জন্য বার্তা দিয়েছেন কিং খান। ভালো খেলেও ম্যাচ হেরে যাওয়ায় দলের খেলোয়াড়দের মনোবল বাড়াতেই এই চিঠি পাঠিয়েছিলেন বলে খবর। ড্রেসিংরুমে শাহরুখের আবেগঘন ও অনুপ্রেরণামূলক বার্তা পড়ে শোনানো হয়।

গতকাল ঘরের মাঠে লখনউ সুপারজায়েন্টসের বিরুদ্ধে ২৩৯ রানের লক্ষ্যে মাঠে নেমে মাত্র ৪ রানে ম্যাচটি হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। এদিনের হারে কার্যত হতাশ মালিক শাহরুখ খান। দলের খেলোয়াড়দের মনোবল বাড়াতে তিনি একটি আবেগঘন বার্তা পাঠান। সেই বার্তাটি ড্রেসিংরুমে পাঠ করে শোনান কেকেআরের টিম ম্যানেজার ভেঙ্কি মাইসোর। লেখার শিরোনাম ছিল, ‘মাথা উঁচু করে পরবর্তী ম্যাচ খেলতে নামো’। শাহরুখ তাঁর চিঠিতে লিখেছেন, ‘এটা একটা দুঃখজনক পরাজয়। কারণ আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু এই ম্যাচ থেকে আমরা অনেক ইতিবাচক জিনিসও পেয়েছি, আমরা লড়াই করতে পারি এবং বড় স্কোর করতে পারি, কখনও কখনও আমাদের সেরাটাও যথেষ্ট হয় না। আজ (মঙ্গলবার) ছিল তেমনই একটি দিন। আমরা জয় থেকে মাত্র এক বল এবং একটি হিট থেকে দূরে ছিলাম। আমার মনে হয় এই ধরনের হৃদয়বিদারক ঘটনা দলকে আরও কাছে নিয়ে আসে।’

মঙ্গলবার ইডেনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষমেশ লখনউ সুপার জায়ান্টসের কাছে ৪ রানে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। লখনউ ৩ উইকেট হারিয়ে ২৩৮ রানের বিশাল বড় স্কোর করে। সেই রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ২৩৪ করে কলকাতার দল। মাত্র ৪ রানে হারতে হয় কেকেআর-কে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *