উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অসুস্থ তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। আচমকা কী হল অভিনেত্রীর? সায়ন্তিকার সহকারী সূত্রে জানা গেছে, ‘আবহাওয়া পরিবর্তনের জন্য যত সমস্যা। সর্দি-জ্বরে ভুগছেন তিনি।’
আগামী ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। এই বিশেষ দিন নিয়ে আগেভাগে একাধিক পরিকল্পনা নিয়েছে তৃণমূল (TMC) শীর্ষ নেতৃত্ব। দলের নির্দেশ মেনে বিগত বেশ কিছুদিন ধরে বরাহনগরের বিভিন্ন অঞ্চলে প্রচার করছিলেন তিনি। রোদ, বৃষ্টি সবকিছু উপেক্ষা করে প্রচার করার ফলেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। শুরু হয় জ্বর, সর্দি কাশি। যদিও বিধায়ক নিজে এ খবর দেননি। শুক্রবার তাঁর সহকারী সংবাদ মাধ্যমে তাঁর অসুস্থতার কথা জানান।রথের (Rath Yatra) দিন অভিনেত্রীর অসুস্থতার কথা শুনে চিন্তিত হয় তাঁর অনুগামীরা।