উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর হাসপাতালের (RG Kar Case) আর্থিক দুর্নীতির মামলায় বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta Excessive Courtroom)। আগামী এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে শুরু করতে হবে শুনানি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার আখতার আলি। তাঁর দায়ের করা আর্থিক দুর্নীতির মামলাতেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য অবশেষে অনুমতি মিলেছে। মঙ্গলবার হাইকোর্টে একটি মুখবন্ধ খামও জমা দিয়েছে সিবিআই। অন্যদিকে, আর্থিক দুর্নীতির মামলার তদন্ত চালাচ্ছে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও। তারা জানিয়েছে, তদন্ত এখনও চলছে। ক্ষোভ প্রকাশ করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দ্রুত তদন্ত শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন ইডিকেও।
সন্দীপ ঘোষ (Sandip Ghosh) দীর্ঘদিন ধরেই আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি চালাচ্ছিলেন। বিভিন্ন সময়ে চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার নিয়ে দুর্নীতি হয়েছে। সন্দীপ ঘোষ তাঁর ‘ঘনিষ্ঠ’দের এই টেন্ডার পাইয়ে দিয়েছিলেন বলে বিস্ফোরক অভিযোগ করেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। এই আর্থিক দুর্নীতি নিয়ে গত বছর ২৯ নভেম্বর সিবিআই (CBI) আলিপুর আদালতে চার্জশিট জমা করে। সেই চার্জশিটে নাম ছিল সন্দীপ ঘোষ সহ আরও ৪ জনের। প্রত্যেকেই বর্তমানে জেলবন্দি।
এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি শুরু হয়। সিবিআই এজলাসে জানায়, আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় শীঘ্রই বিচার প্রক্রিয়া শুরু হবে নিম্ন আদালতে। এ নিয়ে বিস্তারিত জানিয়ে একটি মুখ বন্ধ খাম জমা দিয়েছে সিবিআই। অন্যদিকে, এই মামলায় তদন্ত চালাচ্ছে ইডিও (ED)। তারা জানিয়েছেন তদন্ত এখনও চলছে।