খড়িবাড়ি: গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ তোয়াক্কা না করে অবৈধভাবে নদী থেকে বালি পাথর তোলার অভিযোগে ১১টি ট্র্যাক্টর বাজেয়াপ্ত করল খড়িবাড়ি পুলিশ। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বর্ষার কারণে ১ জুলাই থেকে ৯০ দিনের জন্য সমস্ত নদী থেকে বালি-পাথর তোলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু বালি মাফিয়ারা গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খড়িবাড়ি ডুমুরিয়া নদীর লিজবিহীন ঘাট থেকে বালি পাথর তুলছে বলে দীর্ঘদিনের অভিযোগ।
জানা গিয়েছে, ভোর থেকে সকাল ১০টা এবং সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নদী থেকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে প্রতিদিন পাচার হয়ে যাচ্ছে গাড়ি গাড়ি বালি-পাথর। লক্ষ লক্ষ টাকা সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে। রবিবার সকাল ১০টা নাগাদ খড়িবাড়ি পুলিশ অভিযানে নামে। পুলিশি অভিযানে ডুমুরিয়া নদী ঘাট থেকে ১১টি ট্র্যাক্টর আটক করে পুলিশ। পুলিশের গাড়ি দেখে ট্র্যাক্টর চালকরা নদী ঘাটে ট্র্যাক্টর ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্র্যাক্টরগুলি বাজেয়াপ্ত করে খড়িবাড়ি থানায় নিয়ে আসে। সেই ট্র্যাক্টর মালিকদের খোঁজ শুরু করেছে পুলিশ।