Samsi | দীর্ঘ ২০ ঘন্টা! অবশেষে ধর্না তুলে নিলেন সাংসদ খগেন মুর্মু  

Samsi | দীর্ঘ ২০ ঘন্টা! অবশেষে ধর্না তুলে নিলেন সাংসদ খগেন মুর্মু  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সামসী: সম্প্রতি চাঁচলে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ হয়। তা নিয়ে  শুক্রবার বিকেলে চাঁচল থানায় কথা বলতে যান উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। কিন্তু থানায় গিয়ে আইসি-র দেখা না পেয়ে মেজাজ হারান তিনি। ঘটনা প্রসঙ্গে আইসিকে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন বলে অভিযোগ। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সাংসদ। থানার সামনে ধর্নায় বসে পড়েন তিনি। শুক্রবার বিকেল সাড়ে চারটে থেকে শুরু হয় এই ধর্না।অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে শনিবার দুপুর একটা নাগাদ ধর্না তোলেন সাংসদ খগেন মুর্মু। ঘটনায় বিজেপির একাধিক কর্মী সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে ঘটনা প্রসঙ্গে পুলিশের বক্তব্য,সাংসদ মিথ্যে অভিযোগ করছেন। উনার ফোন ধরা হয়। কিন্তু ফোনে আইনের কথা না বলে অপ্রাসঙ্গিক ও উলটো-পালটা কথা বলেন সাংসদ। পুলিশ আইন মেনেই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *